সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে অভিষেকে তিন উইকেট তুললেন হর্ষিত রানা। সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটে তাঁর নাম রেকর্ড বইয়ে ঢুকে পড়ল। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট অভিষেক ও ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি অভিষেক, দুক্ষেত্রেই ৩টি করে উইকেট পেয়েছিলেন তিনি। এবার ওয়ানডেতেও সেটাই ঘটল। তিন ফরম্যাটের ক্রিকেটেই অভিষেকে ৩ উইকেট পাওয়ার নজির আর কোনও ভারতীয় ক্রিকেটারের নেই।
এদিন নাগপুরে অভিষেক হয় হর্ষিতের। তাঁর প্রথম শিকার বেন ডাকেট। ৩২ রানের মাথায় ফিরিয়ে দেন ইংল্যান্ড ব্যাটারকে। শরীর শূন্যে ছুড়ে অনবদ্য ক্যাচ ধরেন যশস্বী। হর্ষিত এরপর ফেরান হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোনকে। ইংল্যান্ডের ইনিংস থেমে যায় মাত্র ২৪৮ রানে। দিন কয়েক আগে ইংল্যান্ডের বিরুদ্ধেই টি-টোয়েন্টিতে অভিষেক হয়। সেখানে অবশ্য বিতর্কও সঙ্গী ছিল। আহত শিবম দুবের জায়গায় নামেন হর্ষিত রানা। প্রথমবার কোনও ক্রিকেটারের অভিষেক পরিবর্ত হিসেবে হয়। সেখানে তিনি ৩৩ রান দিয়ে ৩ উইকেট তুলেছিলেন।
অন্যদিকে বর্ডার গাভাসকর ট্রফিতে পারথে জীবনের প্রথম টেস্ট খেলতে নামেন হর্ষিত রানা। তাঁকে অস্ট্রেলিয়া সফরে নিয়ে যাওয়া নিয়ে কম চর্চা হয়নি। কিন্তু পারথ টেস্টের প্রথম ইনিংসে তিন উইকেট তুলে কোচ গম্ভীরের আস্থার মর্যাদা দেন তিনি। ভারতের কাঁটা ট্রেভিস হেডের উইকেট ছিটকে দেন তিনি। দ্বিতীয় দিনে মাটি আঁকড়ে পড়েছিলেন স্টার্ক। তিনিও হর্ষিতের শিকার। এছাড়াও পেয়েছিলেন নাথান লিয়নের উইকেট।
তবে ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার রেকর্ডও সঙ্গী রইল হর্ষিতের। নিজের তৃতীয় ওভারে ২৬ রান দেন তিনি। ভারতীয়দের মধ্যে অভিষেক ম্যাচে প্রথম কোনও বোলার এক ওভারে এত রান দিলেন। আবার সেখান থেকে ফিরে এসেই ৩ উইকেট তুলে নজির গড়লেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.