Advertisement
Advertisement
IND vs ENG

কোহলি-অ্যান্ডারসনের ডুয়েল থেকে বঞ্চিত ক্রিকেটপ্রেমীরা, তোলপাড় সোশাল মিডিয়া

কোহলির 'বিরাট' সিদ্ধান্তে হতাশ বিশ্ব ক্রিকেট।

IND vs ENG: Will miss Virat Kohli vs James Anderson last dance, fans react। Sangbad Pratidin

কোহলি-জিমি দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হল বিশ্ব ক্রিকেট। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 10, 2024 2:34 pm
  • Updated:February 10, 2024 2:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট ক্রিকেটের মান আরও বাড়িয়েছে বিরাট কোহলি (Virat Kohli) বনাম জেমস অ্যান্ডারসনের (James Anderson) ডুয়েল। সেই ২০১২ সাল থেকে দুই মহাতারকার মধ্যে ব্যাট-বলের যুদ্ধ শুরু হয়েছে। এই লড়াই দেখার জন্য উদগ্রীব থাকতেন ক্রিকেটপ্রেমীরা। এবারও পাঁচ ম্যাচের হাইভোল্টেজ টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে থেকেই টিম ইন্ডিয়া (Team India) এবং ইংল্যান্ডের (England) দুই ম্যাচ উইনারের লড়াই দেখার জন্য সবার উৎসাহ তুঙ্গে ছিল। কিন্তু সেটা আর হল কোথায়! তাই এই মুহূর্তে উত্তাল সোশাল মিডিয়া।

প্রথম দুটি টেস্ট থেকে সরে দাঁড়ানোর পর, এবার বাকি তিন টেস্টে খেলতে পারবেন না বিরাট। এই খবর চাউর হওয়ার পর থেকেই যেন সোশাল মিডিয়ায় ঝড় উঠেছে। মন ভেঙেছে একাধিক ক্রিকেটপ্রেমীর। অনেকের দাবি এক স্বর্ণযুগের অবসান হল। কারণ ৪২ বছরের অ্যান্ডারসন কতদিন খেলতে পারবেন সেটা নিয়ে সবার মনে রয়েছে প্রশ্ন। আর তাই বিরাট পুরো সিরিজ থেকে সরে দাঁড়ানোর জন্য কোহলি-জিমি দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হলেন ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

[আরও পড়ুন: ‘অফ ফর্মে থাকা অশ্বিনের জন্য রোহিতের চাপ বাড়ছে!’, প্রাক্তন ওপেনারের বিস্ফোরক মন্তব্য]

 

Advertisement

 

আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে বিরাটের বিরুদ্ধে একাধিকবার সফল হয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার। মোট ৩৭টি ম্যাচে ১০বার বিরাটকে সাঝঘরের পথ দেখিয়েছেন অ্যান্ডারসন। এর মধ্যে টেস্টে রেকর্ড চোখে পড়ার মতো। ২৫টি টেস্টে বিরাটকে মোট ৭বার আউট করেছেন ১৮৪টি টেস্টে ৬৯৫টি উইকেট নেওয়া অ্যান্ডারসন।

 

 

দেশের আগে আরও একবার পরিবারকে গুরুত্ব দিলেন বিরাট। আর তাই এবার ইংরেজদের বিরুদ্ধে পুরো সিরিজ থেকেই নিজেকে সরিয়ে নিলেন তিনি। এর আগে ২০২০-২১ মরশুমের অস্ট্রেলিয়া সফরের মাঝপথ থেকে দেশে ফিরেছিলেন বিরাট। তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) প্রথম সন্তান ভামিকা জন্ম দেওয়ার জন্য, সেবার অ্যাডিলেড টেস্ট খেলেই দল ছেড়েছিলেন প্রাক্তন অধিনায়ক। এবারও বিরাট পরিবারকেই প্রাধান্য দিলেন। আর তাই শেষ পর্যন্ত বিরাটকে ছাড়াই বেন স্টোকসদের (Ben Stokes) বিরুদ্ধে বাকি তিন টেস্টের দল ঘোষণা করে দিল অজিত আগরকরের (Ajit Agarkar) জাতীয় নির্বাচক কমিটি। কারণ তাঁর পারবারিক ব্যাপারটাকেই গুরুত্ব দিল বিসিসিআই। আর তাই কোহলি-জিমি দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হল বিশ্ব ক্রিকেট।

[আরও পড়ুন: দেশের আগে পরিবার! ইংল্যান্ড সিরিজ থেকে সরে গিয়ে রোহিত ব্রিগেডের উপরে চাপ বাড়ালেন বিরাট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ