সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে অভিযানে নামবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যে ভারতীয় দল পৌঁছে গিয়েছে নাগপুরে। আর সেখানে বিপত্তি। সমর্থক ভেবে টিম হোটেলে ঢুকতে বাধা দেওয়া হল ভারতীয় দলের এক সদস্যকে। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায়।
সেই ভিডিওয় দেখা যায়, হোটেলের সামনে বাস থেকে ক্রিকেটারদের ব্যাগ নামানো হচ্ছে। পিছন থেকে সেখানে এসে উপস্থিত হন দলের থ্রো ডাউন স্পেশালিস্ট রঘু। কিন্তু সাধারণ সমর্থক ভেবে পুলিশ বাধা দেয় তাঁকে। রঘুর পরনে ভারতীয় দলের জার্সিও ছিল। তিনি বেশ কিছুক্ষণ বোঝানোর চেষ্টা করেন, যে তিনি ভারতীয় দলের সদস্য। কিন্তু পুলিশ প্রথমে বিশ্বাস করেনি। এমনকী আরও কয়েকজন পুলিশ ঘিরে ধরে তাঁকে।
পরে অবশ্য পুলিশের ভুল ভাঙে। রঘুও হাসতে হাসতে দলের সঙ্গে হোটেলে ঢোকেন। পুরো ঘটনায় হাসির রোল ওঠে উপস্থিত জনতার মধ্যে। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ভারতীয় দলের সঙ্গে আছেন রঘু। ২০১১ সালে শচীন তেণ্ডুলকর তাঁকে বেছে নেন। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পিছনে অবদান ছিল রঘুর। এক অর্থে, ভারতীয় দলের সবচেয়ে পুরনো সদস্য রঘু। যাঁর পুরো নাম রাঘবেন্দ্র দ্বিবেদী। এমনকী ২০১৭ সালে বিরাট কোহলি পর্যন্ত বলেছিলেন, “আমার সাফল্যের পিছনে এই মানুষটির প্রচুর অবদান। কিন্তু তাঁর ভূমিকা সেভাবে চর্চায় আসে না।” হোটেলের মুখে তাঁকে চিনতে না পারায় কি সেটাই প্রমাণিত হল?
GOAT Raghu of Indian cricket team was denied entry by Nagpur police 😂
Nagpur police guarding Rohit Sharma’s boys too strictly 😎 pic.twitter.com/iko9TTD0hP
— Ctrl C Ctrl Memes (@Ctrlmemes_) February 4, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.