Advertisement
Advertisement
India vs Australia

দ্বিতীয় ইনিংসেও অসহায় আত্মসমর্পণ রোহিত-বিরাটদের, ইন্দোর টেস্টে ধুঁকছে ভারত

মাত্র ৭৫ রানের লিড রয়েছে ভারতের হাতে।

India in trouble vs Australia, scored in second innings | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:March 2, 2023 4:54 pm
  • Updated:March 2, 2023 7:54 pm

ভারত প্রথম ইনিংস- ১০৯ (বিরাট ২২, কুনেম্যান ৫/১৬)

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস- ১৯৭ (খোয়াজা ৬০, জাদেজা ৪/৭৮)

Advertisement

ভারত দ্বিতীয় ইনিংস- ১৬৩ (পূজারা ৫৯, লিয়ঁ ৮/৬৪)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্দোর টেস্টের (India vs Australia) দ্বিতীয় দিনেও ব্যাটিং ব্যর্থতাই ভোগাল ভারতকে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ঘূর্ণির সামনে আত্মসমর্পণ করলেন বিরাট কোহলিরা। দীর্ঘসময় ক্রিজে টিকে থেকে লড়াই করলেন চেতেশ্বর পূজারা। তবে অপর প্রান্তে পরপর উইকেট তুললেন অজি বোলাররা। একাই আট উইকেট পান নাথান লিয়ঁ (Nathan Lyon)। দিনের শেষে ১৬৩ রানে অলআউট হয়ে গেল ভারত। মাত্র ৭৫ রানের লিড রয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) হাতে।  

বর্ডার গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে প্রথম থেকেই অস্বস্তিতে ভারত। ঘূর্ণি সামলাতে না পেরে মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। তবে পালটা আঘাত হানেন ভারতীয় বোলাররাও। সাতটি উইকেট তুলে নেন ভারতীয় স্পিন জুটি রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। ১৯৭ রানে অজি ইনিংস শেষ হয়। বোলারদের পারফরম্যান্সে ভর করেই ম্যাচে ঘুরএ দাঁড়ানোর স্বপ্ন দেখে ভারত।  

[আরও পড়ুন: প্রথমবার ভোটে দাঁড়িয়ে সাগরদিঘিতে বাজিমাত, জেনে নিন কে এই বায়রন বিশ্বাস?]

৮৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। কিন্তু লাঞ্চের পর থেকেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং। মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন শুভমন গিল। তারপরেই একের পর এক ব্যাটার আউট হতে থাকেন। ১২ রানে আউট হন রোহিত। বিরাট কোহলির সংগ্রহ ১৩। একমাত্র লড়াই চালিয়ে যান চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। হাফসেঞ্চুরি করেও ৫৯ রানে লিয়ঁর শিকার হন তিনি।  

ভারতীয় শিবিরে আবারও ফিরে এল স্পিন আতঙ্ক। প্রথম ইনিংসে ভারতকে গুঁড়িয়ে দিয়েছিলেন ম্যাথু কুনেম্যান। দ্বিতীয় ইনিংসে ভারতের ঘাতক হলেন নাথান লিয়ঁ। ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচের মধ্যে চারজনের উইকেটই তুলে নেন তিনি। রোহিত শর্মা থেকে চেতেশ্বর পূজারা-লিয়ঁর ঘূর্ণির ফাঁদে পা দিয়েছেন সকলেই। আট উইকেট নিয়ে ইনিংস শেষ করেন লিয়ঁ।  

[আরও পড়ুন: গরু পাচার মামলা: বিপাকে অনুব্রত মণ্ডল, দিল্লি নিয়ে গিয়ে জেরার অনুমতি পেল CBI]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ