Advertisement
Advertisement

Breaking News

India vs Sri Lanka

শ্রীলঙ্কার বিরুদ্ধে আজ সিরিজ নির্ধারক ম্যাচ, তরুণদের উপরই ভরসা রাখছেন দ্রাবিড়

টি-টোয়েন্টিতে রোহিত-বিরাটদের জমানা শেষের ইঙ্গিত দিলেন হেডকোচ?

India to face Sri Lanka in third and final T-20 of the Series | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 7, 2023 2:53 pm
  • Updated:January 7, 2023 2:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা টিম যখন পুনর্গঠনের পথ ধরে হাঁটে, সেই সময় টিমের সবচেয়ে জরুরি শব্দ হয় ধৈর্য। কারণ, পুনর্গঠনের সফরে অনেক মহাতারা সরে যায়, নতুন প্রতিভা দিয়ে পূরণ করতে হয় তাদের শূন‌্যস্থান। আর একদম গোড়া থেকেই রেজাল্ট পাওয়া যায় না। সময় দিতে হয়। বিশ্বাস জোগাতে হয়। তবে ফের নতুন করে তৈরি হয় আরও একটা দুঁদে টিম।

ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়ও তাই বলছেন। দ্রাবিড় বলেন যে, হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন নতুন টি-টোয়েন্টি (T-20) টিমের থেকে চটজলদি ফলের আশা করা ঠিক হবে না। বরং টিমটাকে পর্যাপ্ত সময় আর সুযোগ দিয়ে তৈরি করতে হবে। শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের পর সাংবাদিক সম্মেলন করতে এসেছিলেন দ্রাবিড় (Rahul Dravid)। অক্ষর প‌্যাটেলের প্রাণান্ত লড়াইয়ের পরেও ১৬ রানে দ্বিতীয় টি-টোয়েন্টি হেরে যায় ভারত, সিরিজ ১-১ হয়ে যায়। দ্রাবিড় গভীর রাতে সাংবাদিক সম্মেলন করতে এসে বলছিলেন, ‘‘মনে রাখতে হবে, এই টিমে প্রচুর তরুণ প্লেয়ার রয়েছে। যারা অসম্ভব প্রতিভাবান, কিন্তু এখনও শিখছে। আর আন্তর্জাতিক ক্রিকেটে এই শেখার পর্বটা খুব সহজ নয় কিন্তু। তাই আমাদের এই নতুন ভারতকে নিয়ে একটু ধৈর্য ধরতে হবে।’’

Advertisement

[আরও পড়ুন: ‘তৃণমূল নেতাদেরই রক্ষাকবচ লাগবে’, ‘দিদির দূত’কে নিশানা দিলীপের]

আজ রাজকোটে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। ভারত-শ্রীলঙ্কা যে টিমই জিতবে, সিরিজ তাদের। তার আগে ভারতীয় ক্রিকেটের ‌‘দ‌্য ওয়াল’ সোজাসাপ্টা স্বীকার করে নিয়েছেন যে, টি-টোয়েন্টি টিমের পুনর্গঠন পর্ব শুরু হয়ে গিয়েছে। সেটা আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে (T-20 World Cup) মাথায় রেখেই। আর সেই লক্ষ‌্যে তরুণ ক্রিকেটারদের যেমন সুযোগ দেওয়া হবে, তেমনই দেওয়া হবে সময়। দ্রাবিড় বলছিলেন, ‘‘শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজটা আমরা একটু অন‌্য চোখে দেখছি। খেয়াল করলে দেখবেন, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল‌্যান্ড ম‌্যাচে যে টিম খেলেছিল, তার থেকে তিন-চার জন মাত্র রয়েছে শ্রীলঙ্কা সিরিজের এই টিমে। তাই আমরা একটু অন‌্য রকম পর্যায়ে রয়েছি, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে লক্ষ‌্যমাত্রা রেখে। একটু তরুণ টিম নিয়ে খেলছি আমরা।’’

Advertisement

[আরও পড়ুন: পুলিশি বাধায় শেষ দেখা হয়নি শাশুড়িকে, ক্ষোভপ্রকাশ মোদিপত্নী যশোদার, ভিডিও ভাইরাল]

টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনও অনেক দেরি। সামনেই যেটা রয়েছে, তা হল দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ (ODI)। আগামী অক্টোবর-নভেম্বর থেকে যা শুরু হবে। আর দ্রাবিড়ের মনে হচ্ছে, ঠিক সেই কারণে টি-টোয়েন্টি টিম পুনর্গঠনের এটাই সেরা সময়। কারণ, অনেক তরুণকে ঘুরিয়েফিরিয়ে খেলানো যাবে। দেখে নেওয়া যাবে তাদের। ‘‘ভাল ব‌্যাপারটা হল, এ বছর পুরো ফোকাসটাই থাকবে ওয়ান ডে বিশ্বকাপের উপর। বিশ্ব টেস্ট চ‌্যাম্পিয়নশিপের (World Test Championship) উপর। তাই যে ক’টা টি-টোয়েন্টি ম‌্যাচ পাব আমরা, সেখানে অনেক তরুণকে খেলিয়ে দেখে নেওয়া যাবে,’’ বলতে থাকেন দ্রাবিড়। এটা ঘটনা যে, বর্তমান টি-টোয়েন্টি টিমে একঝাঁক তরুণ মুখ খেলছেন। শিবম মাভি, রাহুল ত্রিপাঠি, উমরান মালিক, শুভমান গিল। ‘‘আশা তো করছি, ওদের যথেষ্ট সমর্থন আমরা দিতে পারব।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে শুভমান গিলের সঙ্গে ওপেন করছেন ঈশান কিষান। রাহুল ত্রিপাঠিও খেলেছেন। কিন্তু মারমার-কাটকাট ব‌্যাটিং এখনও করতে পারেননি। দ্রাবিড় আগলে রাখছেন তাঁর টিমের তরুণ ব‌্যাটারদের। বলছেন, ‘‘সবে তো দু’টো ম‌্যাচ খেলল। আর এটাও বলে রাখি যে, রাজকোটে শেষ টি-টোয়েন্টি ম‌্যাচে আমরা কোনও বদলের রাস্তায় যাব না।’’ অর্থাৎ টিম ইন্ডিয়ার হেডকোচ স্পষ্টই বলে দিয়েছেন, আজ ভারতীয় দলে কোনও বদল নয়।

আজ টিভিতে
ভারত বনাম শ্রীলঙ্কা
রাজকোট, তৃতীয় টি-টোয়েন্টি
সন্ধে ৭.০০, স্টার স্পোর্টস

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ