BREAKING NEWS

১২ আশ্বিন  ১৪৩০  শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

আইপিএল নিলামে মারাত্মক ভুল! এক দলের ক্রিকেটারকে অন্য দলে বেচলেন চারু শর্মা, দেখুন ভিডিও

Published by: Subhajit Mandal |    Posted: February 15, 2022 8:11 pm|    Updated: March 21, 2022 1:01 pm

IPL 2022 auction: Khaleel Ahmed to Delhi Capitals instead of Mumbai Indians

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের নিলামের (IPL Auction 2022) ইতিহাসের সবচেয়ে মারাত্মক ভুল কি করে ফেললেন চারু শর্মা? অন্তত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও তেমনটাই বলছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক সময় ভারতীয় দলে খেলা পেসার খলিল আহমেদকে (Khalil Ahmed) মুম্বইয়ের পরিবর্তে দিল্লির কাছে বেচে দিয়েছেন নিলামের সঞ্চালক চারু শর্মা। এই ভিডিও সত্যি হলে এটিই আইপিএলের নিলামের ইতিহাসের সবচেয়ে মারাত্মক ভুল।

ব্যপারটা একটু খোলসা করে বলা যাক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে খলিল আহমেদকে দলে নিতে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস, দুই দলই সমানে বিড করে যাচ্ছে। দুই দলই টিম ইন্ডিয়ার (Team India) পেসারকে পেতে মরিয়া। দেখতে দেখতে খলিলের দর পেরিয়ে যায় ৪ কোটি ৮০ লক্ষ। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) খলিলের জন্য ৪ কোটি ৮০ লক্ষ টাকা বিড করে। এরপর দিল্লি বিড করে ৫ কোটি টাকায়। কিন্তু মুম্বইও দমে যায়নি। তাঁরা খলিলকে পেতে ৫ কোটি ২৫ লক্ষ টাকা বিড করে। এরপরই শুরু হয় সংশয়।

[আরও পড়ুন: জনবিচ্ছিন্ন হচ্ছে কংগ্রেস! ৪৬ বছর পর ‘হাত’ ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী]

ভিডিওতে দেখা যায়, এরপর দিল্লির অন্যতম কর্ণধার কিরণ কুমার পেডেলটি তুলেই সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলেন। এতেই চারু শর্মা (Charu Sharma) ভুল করে বসেন। তিনি ঘোষণা করেন, মুম্বই নয়, খলিলের জন্য ৫ কোটি ২৫ লক্ষ টাকা বিড করেছে দিল্লি। এরপর খলিলকে পেতে হলে অন্য দলগুলিকে সাড়ে পাঁচ কোটি টাকার বিড করতে হত। কিন্তু কোনও দল সেটা না করায় তিনি ৫ কোটি ২৫ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালসেই (Delhi Capitals) চলে যান। যদিও দিল্লি তাঁর জন্য শেষ বিড করেছিল ৫ কোটি টাকা। আর মুম্বই তাঁর জন্য বিড করেছিল ৫ কোটি ২৫ লক্ষ টাকা। এই ভিডিও সত্যি হলে এটিই আইপিএল ইতিহাসে এই ধরনের একমাত্র ভুল।

[আরও পড়ুন: পশুখাদ্য দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত লালুপ্রসাদ যাদব, চলতি সপ্তাহেই সাজা ঘোষণা]

প্রসঙ্গত, এবারের নিলাম চলাকালীন প্রথম দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নিয়মিত সঞ্চালক হিউ এডমিডাস। তাঁর বদলে তড়িঘড়ি এসে নিলামপর্ব সঞ্চালনা করতে হয় চারু শর্মাকে। শেষ পর্যন্ত তিনি গোটা নিলাম পর্ব সফলভাবেই চালনা করেন তিনি। যদিও এই ভিডিওটি নিয়ে বিসিসিআই (BCCI) এখনও মুখ খোলেনি।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে