Advertisement
Advertisement

Breaking News

IPL 2022

জয় ছাড়া উপায় নেই, প্লে-অফের ক্ষীণ আশা নিয়ে হায়দরাবাদের বিরুদ্ধে নামছে নাইটরা

মরণ-বাঁচন ম্যাচে কেমন হতে পারে কেকেআরের প্রথম একাদশ?

IPL 2022: KKR set to face SRH in a must win match | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:May 14, 2022 2:48 pm
  • Updated:May 14, 2022 2:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL 2022) মরণ-বাঁচন ম্যাচে আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। নাইটদের প্লে-অফে ওঠার আশা এমনিতেই ক্ষীণ। সামান্য যেটুকু সম্ভাবনা রয়েছে, সেটাকে বাঁচিয়ে রাখতে হলে আজকের ম্যাচ জিততেই হবে কেকেআরকে (KKR)। কিন্তু এ হেন মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেয়ে গিয়েছে নাইট শিবির। নিতম্বে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন অজি পেসার প্যাট কামিন্স (Pat Cummins)। চলতি মরশুমে নিজের সেরা ফর্মে না থাকলেও শেষ ম্যাচে নাইটদের জয়ে বড় ভূমিকা ছিল কামিন্সের।

শুক্রবার পাঞ্জাব কিংস (PBKS) জিতে যাওয়ায় প্লে-অফ অঙ্ক আরও জটিল হয়েছে। গুজরাট কোয়ালিফাই করে গিয়েছে। লখনউ ষোলো পয়েন্টে দাঁড়িয়ে। দু’টো ম‌্যাচ এখনও বাকি তাদের। অতএব, বাকি দুই প্লে-অফ স্লটের জন‌্য লড়াই বাকিদের। যেখানে শুক্রবার রাতের পর পাঁচটা টিম লড়াইয়ে। পাঁচটা টিম এখন ষোলো পয়েন্টে শেষ করতে পারে! রাজস্থান, আরসিবি (RCB), দিল্লি, পাঞ্জাব, হায়দরাবাদ, প্রত‌্যেকে। একমাত্র কেকেআরের পক্ষে ষোলো পয়েন্টে পৌঁছনো সম্ভব নয়। সুতরাং নাইটদের প্লে-অফে ওঠার যাবতীয় অঙ্ক এখন ভাগ্য দেবতার হাতে। তবে শ্রেয়সরা যেটা করতে পারেন, সেটা হল নিজেদের শেষ দু’টি ম্যাচ জিতে অন্তত ১৪ পয়েন্টে পৌঁছানো।

Advertisement

[আরও পড়ুন: আইপিএল থেকে অবসর ঘোষণা অম্বতি রায়ডুর, লিখেও মুছে ফেললেন টুইট]

সেই লক্ষ্যেই শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে নামবে নাইটরা। আগের ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে রানে ফিরেছেন ভেঙ্কটেশ আইয়ার। যেটা কেকেআর শিবিরকে ভালমতো স্বস্তি দেবে। ভেঙ্কটেশের সঙ্গে এদিন ফের ওপেন করতে আসতে পারেন রাহানে। কামিন্স যেহেতু নেই, সেক্ষেত্রে ফিঞ্চকে (Aron Finch) খেলানোর কথাও ভাবতে পারে নাইটরা। তাহলে আবার উইকেটরক্ষক হিসাবে শেলডন জ্যাকসনকেই খেলাতে হবে, যিনি এতদিন কেকেআরে থেকেও ন্যূনতম ভরসা দিতে পারেননি। কেকেআর ম্যানেজমেন্ট অবশ্য আরেকটা বিকল্পের কথা ভাবতে পারে। সেটা হল শেলডনের জায়গায় বিলিংসকে খেলিয়ে দেওয়া। সেক্ষেত্রে ওপেনিংয়ে রাহানেই থাকবেন। আর কামিন্সের জায়গায় এদিন দেখা যাবে উমেশ যাদবকে। তিনিও অবশ্য ফিট কিনা স্পষ্ট নয়।

Advertisement

[আরও পড়ুন: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়, প্লে অফের দৌড়ে টিকে থাকল পাঞ্জাব]

এমনিতে দেখতে গেলে, সানরাইজার্সের (SRH) যা হাল, তাতে কেকেআরের শনিবারও জেতা উচিত। পরপর চারটে ম্যাচ হেরে নাইটদের মুখোমুখি হবে সানরাইজার্স। তবে এই ম‌্যাচে সানরাইজার্স পেতে পারে চোটের কারণে এত দিন খেলতে না পারা ওয়াশিংটন সুন্দর ও টি নটরাজনকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ