Advertisement
Advertisement

Breaking News

Chennai Super Kings

IPL 2023: কেমন দল গড়ল ধোনির চেন্নাই? একনজরে দেখে নিন ইয়েলো আর্মির শক্তি-দুর্বলতা

চেন্নাই কি পঞ্চমবার আইপিএল জিততে পারবে?

IPL 2023: Have a look at squad, strength and weaknesses of Chennnai Super Kings | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:March 26, 2023 9:08 pm
  • Updated:March 26, 2023 9:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারবারের চ্যাম্পিয়ন। আইপিএলে (IPL) টানা ১০ বার প্লে অফ খেলার নজির রয়েছে। কিন্তু ২০২২ সালের টুর্নামেন্টে ১০ দলের মধ্যে নবম স্থানে শেষ করেছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে পঞ্চমবার ট্রফি জয়ের অভিযান শুরু করতে চলেছে ইয়েলো আর্মি। বিশেষজ্ঞদের অনুমান, ২০২৩ সালেই শেষবার আইপিএল খেলতে চলেছেন সকলের প্রিয় মাহি (MS Dhoni)। অধিনায়কের শেষ টুর্নামেন্ট স্মরণীয় করে রাখতে ট্রফি জিততে মরিয়া হয়েই মাঠে নামবেন রবীন্দ্র জাদেজারা। এক নজরে দেখে নেওয়া যাক চেন্নাই সুপার কিংসের শক্তি-দুর্বলতা। হলুদ জার্সি গায়ে কারা নজর কাড়তে পারেন, রইল সেই তালিকাও।

চেন্নাই সুপার কিংসের পুরো দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, অম্বাতি রায়ডু, ডেভন কনওয়ে, অজিঙ্ক রাহানে, শুভ্রাংশু সেনাপতি, শেখ রশিদ, দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, প্রশান্ত সোলাঙ্কি, সিমরজিৎ সিং, মুকেশ চৌধুরি, মথিশা পাথিরানা, রবীন্দ্র জাদেজা, মইন আলি, মিচেল স্যান্টনার, শিবম দুবে, ডোয়েন প্রিটোরিয়াস, মহেশ ঠিকশানা, রাজবর্ধন হাঙারগেকর, বেন স্টোকস, কাইল জেমিসন, নিশান্ত সিন্ধু, অজয় মন্ডল, কে ভগত বর্মা।

Advertisement

[আরও পড়ুন: IPL 2023: কেমন হতে পারে গতবারের চ্যাম্পিয়নদের প্রথম একাদশ? গুজরাটের শক্তি-দুর্বলতা কী?]

দলের শক্তি: প্রথমেই রয়েছে ধোনির অধিনায়কত্ব। তাঁর বরফশীতল মস্তিষ্কের জোরে বহু কঠিন ম্যাচ বের করেছে চেন্নাই। এছাড়াও দলে রয়েছেন রবীন্দ্র জাদেজা, বেন স্টোকস, মইন আলির মতো তারকা অলরাউণ্ডার। ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়েরা ব্যাটিংয়ে ভরসা জোগাচ্ছেন। ঘরের মাঠে শুকনো পিচে দাপট দেখাবেন মহেশ ঠিকশানার মতো স্পিনাররা।

Advertisement

দলের দুর্বলতা: চেন্নাইয়ের সবচেয়ে বড় চিন্তার কারণ তাদের পেসাররা। চোট সারিয়ে আসন্ন আইপিএলে খেলতে নামবেন দীপক চাহার। কিন্তু আগের মতো কার্যকরী বোলিং করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। পেসারদের মধ্যে সেরকম ভরসাযোগ্য নাম নেই চেন্নাই শিবিরে। অধিনায়ক ধোনি ব্যাট হাতে জ্বলে উঠতে পারবেন কিনা, তা নিয়েও প্রশ্ন থাকছে।

নজর কাড়তে পারেন যাঁরা: ইংল্যান্ডের তারকা বেন স্টোকস দেশের জার্সিতে অন্যতম সফল অলরাউন্ডার। ভবিষ্যৎ অধিনায়ক হিসাবেও তাঁকে ভাবতে পারে চেন্নাই। এছাড়াও চেন্নাইয়ের ঘূর্ণি উইকেটে নায়ক হয়ে উঠতে পারেন মহেশ ঠিকশানা। ব্যাটে-বলে ম্যাচ জেতানোর অন্যতম নায়ক হতে পারেন মইন আলি ও রবীন্দ্র জাদেজা।

সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, মইন আলি, অম্বাতি রায়ডু, বেন স্টোকস, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, মহেশ ঠিকশানা, দীপক চাহার, মুকেশ চৌধুরি।

[আরও পড়ুন: IPL 2023: কেমন হল গতবারের রানার্স রাজস্থানের দল? স্যামসনদের শক্তি-দুর্বলতা কী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ