Advertisement
Advertisement
IPL Loksabha Election

লোকসভা নির্বাচন সত্ত্বেও আগামী আইপিএল হয়তো ভারতেই

বিশ্বকাপের আবহেই চলছে আইপিএলের প্রস্তুতি।

IPL will be conducted in Delhi amidst 2024 Loksabha election | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 10, 2023 10:22 am
  • Updated:November 10, 2023 4:04 pm

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: আগামী বছর আইপিএল (IPL) কবে হবে? টুর্নামেন্ট শেষ পর্যন্ত কি ভারতেই হবে, নাকি সরে যাবে অন‌্যত্র? গোটা দেশজুড়ে যতই বিশ্বকাপ জ্বর চলুক। তলায়-তলায় কিন্তু আইপিএল নিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবারই যেমন। শহরে একদিকে বাবর আজমের পাকিস্তান গ্রুপ পর্যায়ের শেষ ম‌্যাচ খেলতে ইডেনে প্র‌্যাকটিস শুরু করে দিল। জস বাটলারের ইংল‌্যান্ড চলে এল কলকাতায়। তখন শহরের আর এক প্রান্তে দিল্লি ক‌্যাপিলাটসের দলবল নিয়ে নেমে পড়লেন টিমের ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ‌্যায়। 

[আরও পড়ুন: টোল পোস্টে পরপর গাড়িতে ধাক্কা, মুম্বইয়ের দুর্ঘটনায় মৃত ৩, আহত ৬]

কিন্তু তারই মধ্যে ক্রিকেটমহলে প্রশ্ন ঘোরাফেরা করছে যে, আগামী বছর আইপিএল যথাসময়েই হবে তো? দেশজুড়ে সাধারণ নির্বাচনের (Loksabha Election 2024) কারণে তা পিছিয়ে যাবে না তো? যা আগামী বছর এপ্রিল-মে মাস নাগাদই হওয়ার কথা? আর সময়ে যদি বা হয়, আইপিএল ভারতেই হবে তো? এখনও পর্যন্ত যা খবর, তাতে আগামী বছর এপ্রিল-মে মাসেই আইপিএল করার কথা রয়েছে। শুধু তাই নয়, টুর্নামেন্ট যাতে ভারতেই করা যায় শেষ পর্যন্ত, তারও প্রচেষ্টা চলছে। দেখতে গেলে, বিশ্বকাপ শেষ হলেই আইপিএলের দামামা বেজে যাবে। ১৯ নভেম্বর শেষ হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। তার এক মাসের মধ্যে, অর্থাৎ ১৯ ডিসেম্বর বসবে আইপিএল নিলামের আসর। প্রথম বারের মতো নিলামের স্থান বদলে যাচ্ছে। ভারতের বদলে তা হবে দুবাইয়ে। দুবাইয়ের ‘ডব্লিউ’ হোটেলে।

Advertisement

কিন্তু নিলামের মতো দুবাইয়ে টুর্নামেন্টকে নিয়ে যাওয়ার ভাবনা এখনও নেই। একান্তই ভারতে আইপিএল করা সম্ভব না হয়ে আমিরশাহিকে বিকল্প কেন্দ্র হিসেবে ভাবা হতে পারে। কিন্তু এখনও সেটা ভাবার মতো পরিস্থিতি আসেনি। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের মধ্যেই আইপিএল আয়োজন করা হয়েছিল দেশে। যখন যে রাজ্যে নির্বাচন ছিল না, তখন সেখানে করানো হয়েছিল আইপিএল। ভারতীয় বোর্ড যদি এবারও সেই ফর্ম‌্যাটে এগোয়, অবাক হওয়ার নেই। আর ক্রিকেট সার্কিটের জল্পনা অনুযায়ী সেপ্টেম্বর-অক্টোবর নয়। আইপিএল হবে চেনা ‘উইন্ডো’তেই।

Advertisement

[আরও পড়ুন: ‘গ্যাস চেম্বার’ দিল্লিতে আশীর্বাদ অকাল বৃষ্টি, দিওয়ালির আগে আবহাওয়ার উন্নতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ