Advertisement
Advertisement

Jasprit Bumrah: কতটা ম্যাচ ফিট? রোহিত-দ্রাবিড়ের প্রত্যাশা পূরণ করতে পারবেন? বড় মন্তব্য করলেন বুমরাহ

মাঠে নামার অপেক্ষায় জশপ্রীত বুমরাহ।

It's their problem, not mine, Jasprit Bumrah toecrusher to expectation of Rohit Sharma, Rahul Dravid। Sangbad Pratidin

ফের বাইশ গজের যুদ্ধে নামার অপেক্ষায় জশপ্রীত বুমরাহ। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 17, 2023 9:15 pm
  • Updated:August 29, 2023 12:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ১১ মাস পরে ফের বাইশ গজের যুদ্ধে ফিরতে চলেছেন জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ১৮ আগস্ট থেকে শুরু হচ্ছে ভারত-আয়ারল্যান্ডের (India Tour Of Ireland) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এশিয়া কাপ (Asia Cup 2023) ও বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) আগে টিম ইন্ডিয়ার (Team India) তারকা পেসার কতটা ফিট? সেটা আইরিশদের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি সিরিজেই বোঝা যাবে। তাঁর ফিটনেসের দিকে সবার নজর রয়েছে। এদিকে মাঠের বাইরে থাকার সময় বুমরাহের ক্রিকেট কেরিয়ার নিয়ে অনেকেই প্রশ্ন তুলে ছিলেন। ঠিক তেমনই তাঁর উপর যে কতটা প্রত্যাশা সেটা বারবার বোঝানোর চেষ্টা করেছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। যদিও বর্হিজগতের কথা তিনি কানে তোলেননি। সেটাই সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নামার আগে বৃহস্পতিবার অর্থাৎ ১৭ আগস্ট জানিয়ে দিলেন বুমরাহ।

সাংবাদিক বৈঠকে প্রত্যাশার চাপ সংক্রান্ত ইস্যু নিয়ে প্রশ্ন উঠতেই বুমরাহ সটান বলে দেন, “ভাল-মন্দ, আমি সবার মতামতকে সম্মান জানাই। তবে কারও উপদেশকে বিশেষ গুরুত্ব দিতে রাজি নই। কারণ এতে বাড়তি চাপ তৈরি হয়। কারণ নিজের উপর অহেতুক প্রত্যাশার চাপ বাড়াতে চাই না। অনেক মাস পরে আবার মাঠে ফিরছি। সেই মুহূর্ত উপভোগ করতে চাই। আমি মাঠে নেমেই দারুণ পারফরম্যান্স করে দলকে জিতিয়ে দেব, এমনটা ভাবতে রাজি নই। তবে যদি কেউ আমাকে নিয়ে বাড়তি প্রত্যাশা করে সেটা তাঁর সমস্যা। আমার নয়!”

Advertisement

[আরও পড়ুন: দলের জন্য বিরাটের কত নম্বরে ব্যাট করা উচিত? জবাব দিলেন রবি শাস্ত্রী]

পিঠের চোটের ফলে বুমরা অস্ত্রোপ্রচারও করিয়েছিলেন। এতদিন চোটের জেরে মাঠের বাইরে থাকার পর কামব্যাক করা একেবারেই সহজ নয়। সেটা মনে করিয়ে দিয়ে বুমরাহ যোগ করেন, “আমি আগে যেমন ছিলাম এখনও তেমনই রয়েছি। নিজের দক্ষতার ওপর সবসময়ই আমার বিশ্বাস ছিল। তবে হ্য়াঁ, এতদিন পরে মাঠে ফেরা সহজ নয়। সেটা আমি জানি। ধীরে ধীরে নিজের সেরা ফর্মে, সেরা ছন্দে ফিরতে হবে। খেলা উপভোগ করা, বেশি করে ম্যাচ খেলাটা জরুরি। এখানে আমরা সেটাই করতে চাই।”

Advertisement

আগামী কয়েক মাস ভারতীয় দলকে কঠিন পরীক্ষা দিতে হবে। একইসঙ্গে এই সিরিজে নিজের ম্যাচ ফিটনেসের পরীক্ষা দিতে পারলে বুমরাহের জন্য এশিয়া কাপ ও বিশ্বকাপের দরজাও খুলে যাবে। সেটা তিনি জানেন। আর তাই অস্ত্রোপচারের পর গত কয়েক মাস ধরে এনসিএ-তে ঘণ্টার পর ঘন্টা বোলিং করেছেন। গত কয়েক মাস নেটে তিনি যে ভাবে বল করছেন তাতে আশা বাড়ছিল। এক টানা বল করছেন তিনি। কোনও প্রতিযোগিতা মূলক ম্যাচ না খেললেও, সম্প্রতি কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলেছিলেন তারকা জোরে বোলার।

বুমরাহ ফের যোগ করেন, “বিশ্বকাপের আগে যে আমাদের আর টেস্ট ম্যাচ নেই। সেটা আমরা জানি। রিহ্যাবের সময় তাই বিশ্বকাপের জন্যই প্রস্তুতি সারছিলাম। চার ওভার বল করার জন্য, বরং অনুশীলনটা সবসময়ই ১০ ওভার বোলিং করার কথা ভেবেই করেছি। আমি ১০, ১২, এমনকী ১৫ ওভারেও বল করেছি। বেশি ওভার বল করলে, পরবর্তীতে যখন কম ওভার করতে হয়, তখন সেটা সুবিধাজনকই হয়।”

[আরও পড়ুন: কবে, কোথায় দেখবেন ভারত-আয়ারল্যান্ড সিরিজের লাইভ স্ট্রিমিং? জানতে পড়ুন]

বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বুমরাহের বোলিংয়ের ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। সেখানে দেখা গিয়েছিল, উইকেটের দু’দিক থেকেই বল করছিলেন তিনি। মূলত বাঁ হাতি ব্যাটারকে বল করছেন তিনি। দেখে মনে হচ্ছিল, বল করতে তাঁর কোনও অসুবিধা হচ্ছে না। চিকিৎসকেরা নজর রাখাছিলেন যে বুমরাহ একটানা কতক্ষণ বল করতে পারছেন। এরপরেই রাহুল দ্রাবিড় ও রোহিতের সঙ্গে কথা বলে বুমরাহকে আয়ারল্যান্ড সফরের দায়িত্ব দেওয়া হল। এখন তিনি আইরিশদের বিরুদ্ধে তিন ম্যাচে কেমন বোলিং করেন সেটা দেখার জন্য অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ