BREAKING NEWS

৫ আশ্বিন  ১৪৩০  শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

সবুজ-মেরুন জার্সি পরায় ইডেনে ঢুকতে সমর্থকদের বাধা দেওয়ার নেপথ্যে কে? মুখ খুলল KKR

Published by: Sulaya Singha |    Posted: May 22, 2023 4:14 pm|    Updated: May 22, 2023 4:28 pm

KKR issues official statement on stopping fans for wearing Mohun Bagan jersey | Sangbad Pratidin

অরিঞ্জয় বোস: ইডেনে কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের পর প্রায় ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে। কিন্তু এই ম্যাচ ঘিরে বিতর্কের রেশ এখনও কাটেনি। সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়ে ইডেনে ঢুকতে গিয়ে বাধা পেয়েছিলেন বাগান সমর্থকরা। যা নিয়ে বিজ্ঞপ্তি দিয়ে কলকাতার ঘরের দলের ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিল মোহনবাগান। এবার অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে নিজেদের অবস্থান পরিষ্কার করল কেকেআর। জানিয়ে দিল, স্টেডিয়ামের প্রবেশপথে সমর্থকদের আটকানোর নেপথ্যে তাদের কোনও ভূমিকা নেই।

সোমবার কলকাতা নাইট রাইডার্সের তরফে জানানো হয়, “গত ২০ মে কিছু সমর্থককে ইডেন গার্ডেন্সে ঢুকতে নাকি বাধা দিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট। এমন খবরই ছড়িয়ে পড়েছে। কিন্তু জানিয়ে দেওয়া ভাল, স্টেডিয়ামে কারা প্রবেশ করবেন না করবেন, তার দায়িত্ব কেকেআর ম্যানেজমেন্টের নয়। এই ম্যাচকে কাজে লাগিয়ে অ্যাম্বুশ মার্কেটিংয়ের চেষ্টা করা হয়েছে। তবে আইপিএল লিগ পলিসি মেনে আইপিএল লিগ অ্যাম্বুশ মার্কেটিং বিরোধী টিম তা দ্রুত রুখে দিয়েছে।” এরপরই যোগ করা হয়েছে, কলকাতার সমর্থকদের সঙ্গে কেকেআরের সম্পর্ক অত্যন্ত মধুর এবং তাঁরা যেভাবে দলকে সমর্থন জানান, তার জন্য ফ্র্যাঞ্চাইজি তাঁদের কাছে কৃতজ্ঞ। কেকেআর তার ফ্যানদের কখনও অপমান করেনি।

[আরও পড়ুন: ‘শচীন-ধোনি অবসর নিলে, আমি পারব না?’, মদনের বক্তব্যে রাজনৈতিক ‘সন্ন্যাস’ গ্রহণের জল্পনা]

পরিকল্পনা ছিল ক্রিকেট মাঠে ফুটবলের প্রচার করার। সেই মতোই লখনউ সুপার জায়ান্টস টিমের জন্য স্পেশ্য়াল সবুজ-মেরুন জার্সি তৈরি করিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু সেই ম্যাচেই মোহনবাগানের জার্সি পরে ইডেনে ঢুকতে গিয়ে ‘অপমানিত’ হতে হয় সবুজ-মেরুন সমর্থকদের। অভিযোগ ওঠে, যে সবুজ-মেরুন জার্সিতে মোহনবাগানের লোগো ছিল, তা পরে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। এমনকী একটি ফ্যান ক্লাব ম্যাচ শুরুর আগে সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ জানিয়ে রীতিমতো মিছিল করে ইডেনে (Eden Gardens) ঢোকার চেষ্টা করেন। কিন্তু মাঠে প্রবেশ করার সময় তাঁদের বাধা দেওয়া হয়। বলা হয়, জার্সির পাশাপাশি মোহনবাগানের পতাকা, স্কার্ফ নিয়েও ঢোকা যাবে না।

এ নিয়েই ক্ষুব্ধ মোহনবাগান তোপ দাগে কেকেআর (KKR) টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এক সমর্থক কোন দলের জার্সি গায়ে চাপাবে, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত পছন্দ। কেউ সেখানে হস্তক্ষেপ করতে পারে না। জাতীয় ক্লাব এবং তার সমর্থকদের ভাবাবেগকে অপমান করেছে টিম ম্যানেজমেন্ট। এবার কেকেআর জানিয়ে দিল, এই ঘটনার সঙ্গে কেকেআর ম্যানেজমেন্টের কোনও সম্পর্ক নেই।

[আরও পড়ুন: ‘দল বদলানোর সময় হয়েছে কোহলির’, ‘বিরাট’ পরামর্শ পিটারসেনের]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে