Advertisement
Advertisement
Gautam Gambhir

‘বোলাররা তো রান দেবেই’, ৪ ম্যাচে ১৫৪ রান দেওয়া স্টার্ককে নিয়ে সাফাই মেন্টর গম্ভীরের

এবারের মিনি নিলামে প্রায় ২৫ কোটি দিয়ে স্টার্ককে কিনেছে নাইটরা।

KKR mentor Gautam Gambhir backs Mitchell Starc despite his bad form in IPL

খারাপ সময়ে মেন্টরকে পাশে পেলেন স্টার্ক।

Published by: Arpan Das
  • Posted:April 14, 2024 1:03 pm
  • Updated:April 14, 2024 1:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোলিং আক্রমণ শক্তিশালী করার জন্য প্রচুর অর্থ খরচ করে মিচেল স্টার্ককে (Mitchell Starc) কিনেছে নাইটরা (KKR)। মিনি নিলামে তাঁর দাম উঠেছিল প্রায় ২৫ কোটি। কিন্তু প্রত্যাশার ধারেকাছেও পৌঁছতে পারেননি বিশ্বকাপ জয়ী অজি বোলার। কলকাতার ভক্তদের থেকেও দাবি উঠছে তাঁকে বসিয়ে দেওয়ার। যদিও অফ ফর্মের মাঝে স্টার্ক পাশে পেলেন দলের মেন্টর গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)।

চলতি আইপিএলে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন স্টার্ক। সব মিলিয়ে দিয়েছেন ১৫৪ রান। পেয়েছেন মাত্র ২টি উইকেট। তার মধ্যে প্রথম দুটি ম্যাচে ৮ ওভার হাত ঘুরিয়ে দিয়েছিলেন ১০০ রান। নাইটদের খেলায় এখনও পর্যন্ত যেটুকু ভুলত্রুটি চোখে পড়েছে, সেখানে সবচেয়ে বড় চিন্তার নাম মিচেল স্টার্ক। গম্ভীর অবশ্য অজি বোলারের পারফরম্যান্স নিয়ে মাথা ঘামাচ্ছেন না।

Advertisement

[আরও পড়ুন: লা লিগার সঙ্গে ঐতিহাসিক গাঁটছড়া ভবানীপুর এফসির, স্প্যানিশ ঘরানার পাঠ পাবে বাংলার খুদেরা]

নববর্ষের দুপুরে ইডেনে লখনউয়ের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা। তার আগে স্টার্কের বিষয়ে নাইটদের মেন্টর গম্ভীর বলেন, “ওর খারাপ পরিসংখ্যান নিয়ে চিন্তার কিছু নেই। টি-টোয়েন্টিতে বোলাররা মার খেয়েই থাকে। কিন্তু আমরা চারটের মধ্যে তিনটে জিতেছি। দলগত খেলায় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনও একজনের পারফরম্যান্স নিয়ে কেন মাথাব্যথা থাকবে? সকলেরই ভালো-খারাপ দিন থাকে। দিনের শেষে জয়টাই আসল।”

[আরও পড়ুন: এক ওভারে ছয় ছক্কা, যুবরাজ-পোলার্ডদের পাশে নাম নেপালি ক্রিকেটারের]

তার সঙ্গে গম্ভীরের সংযোজন, “আমরা সবাই জানি যে স্টার্ক কতটা বিপজ্জনক বোলার। মাত্র চার ম্যাচের পারফরম্যান্সে ও খারাপ বোলার হয়ে যাবে না। আমি জানি যে, ও কীরকম প্রভাব ফেলতে পারে।” নাইট ভক্তরাও স্টার্কের জ্বলে ওঠার জন্য অপেক্ষা করবেন। লখনউ ম্যাচেই কি পুরনো স্টার্ককে দেখা যাবে? ভবিষ্যতই তার উত্তর দেবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement