Advertisement
Advertisement

Breaking News

KL Rahul

দিল্লি টেস্টে ব্যর্থতার পরেই দল থেকে বাদ পড়তে পারেন রাহুল, নেটদুনিয়ায় মিমের বন্যা 

রাহুলের বিকল্প নামও প্রায় নিশ্চিত নির্বাচকদের কাছে।

KL Rahul likely to be dropped from India squad against Australia | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:February 19, 2023 2:09 pm
  • Updated:February 19, 2023 4:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারেই ভারতীয় দল (Indian Cricket Team) থেকে ছেঁটে ফেলা হতে পারে কে এল রাহুলকে (KL Rahul)। জানা গিয়েছে, এদিনই অস্ট্রেলিয়া (India vs Australia) সিরিজের বাকি দুই টেস্টের দল নির্বাচন করা হবে। শিবসুন্দর দাসের নেতৃত্বে নির্বাচনী কমিটি খুব সম্ভত রাহুলকে বাদ দিয়েই দল গড়তে চলেছেন। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে থাকা সরফরাজ আহমেদকে তাঁর জায়গায় সুযোগ দেওয়া হতে পারে।

দীর্ঘদিন ধরে সুযোগ পাওয়া সত্বেও বারবার ব্যর্থ হচ্ছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক কে এল রাহুল। গত এক বছর ধরে টানা টেস্ট ম্যাচ খেলেও তাঁর গড় মাত্র ১৫.৬৬। ২০২১ সালে শেষবার টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছিলেন রাহুল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও তাঁর হতশ্রী ফর্ম অব্যাহত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ১ রান করেই আউট হন তিনি।

Advertisement

[আরও পড়ুন: দিল্লি টেস্টে সহজ জয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আরও কাছে ভারত]

এহেন পরিস্থিতিতে ক্রিকেটপ্রেমীদের দাবি, এখনই বসিয়ে দেওয়া হোক অফ ফর্মে থাকা রাহুলকে। সোশ্যাল মিডিয়ায় এই দাবিতে মিমের বন্যা বইছে। রাহুলের পারফরম্যান্স কতটা খারাপ, ভারতীয় দলের কাছে কার্যত বোঝা হয়ে দাঁড়িয়েছেন তিনি- এমনটাই দাবি ক্রিকেটপ্রেমীদের। এমনকি সুনীল গাভাসকরের মতো বিশেষজ্ঞরাও বলেছেন, ব্যাট করতে ভয় পাচ্ছেন রাহুল। আন্তর্জাতিক ক্রিকেটে এইভাবে খেলা যায় না।

Advertisement

তবে সূত্রের দাবি, এখনই হয়তো দল থেকে বাদ পড়বেন না রাহুল। তবে তৃতীয় টেস্টের প্রথম একাদশে নিশ্চিত ভাবে থাকছেন না তিনি। সীমিত ওভারে দুরন্ত ফর্মে থাকা শুভমন গিলকে (Shubman Gill) ওপেনিংয়ে নামানো হতে পারে। পরপর দুই টেস্ট জিতে সিরিজে অনেকটাই এগিয়ে রয়েছে ভারত। ইন্দোরে তৃতীয় টেস্ট জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে ভারত। তাই ইন্দোর টেস্টে সেখানে সেরা দল নামাবেন রোহিত শর্মা, সেটাই আশা ক্রিকেটপ্রেমীদের। যদিও ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, রাহুলের উপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। 

[আরও পড়ুন: ইডেনে স্বপ্নভঙ্গ বাংলার, রনজি ফাইনালে সৌরাষ্ট্রের কাছে লজ্জার হার মনোজদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ