Advertisement
Advertisement
টম বান্টন

পরপর পাঁচ ছক্কা, ব্যাট হাতে বিগ ব্যাশ কাঁপাচ্ছেন নাইটদের নতুন তারকা

মাত্র ১৬ বলে অর্ধশতরান নাইট তারকার, দেখুন সেই ভিডিও।

Kolkata Knight Riders' New Recruit Lights Up BBL With 16-Ball Fifty
Published by: Subhajit Mandal
  • Posted:January 6, 2020 9:07 pm
  • Updated:January 6, 2020 9:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের নিলামের আগে তাঁকে নিয়ে আলোচনা কম হয়নি। অনেকেই ধারনা করছিলেন ইংল্যান্ডের টম বান্টনকে (Tom Banton) নিয়ে কাড়াকাড়ি পড়তে পারে ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে। যদিও, শেষপর্যন্ত বান্টন প্রত্যাশিত দাম পাননি। নিলামে তাঁকে মাত্র ১ কোটি টাকায় কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। নাইটদের এই তারকা এখন ব্যাট হাতে বিগ ব্যাশ লিগ কাঁপাচ্ছেন।

[আরও পড়ুন:গ্রেগ চ্যাপেলের জন্যই ধ্বংস হয়েছে কেরিয়ার? কী বলছেন ইরফান পাঠান?]

সোমবার বিগ ব্যাশে সিডনি থান্ডারের বিরুদ্ধে খেলা ছিল ব্রিসবন হিটের। এদিন বৃষ্টির জন্য নির্ধারিত ২০ ওভার খেলানো যায়নি। ওভার কমিয়ে মাত্র ৮ ওভার করে ম্যাচ খেলানো হয়। ব্রিসবনের অন্যতম ভরসার জায়গা টম বান্টন এদিন মাত্র ১৬ বলে করেন অর্ধশতরান। ম্যাচের চতুর্থ ওভারে অর্জুন নায়ারকে পরপর পাঁচটি ছক্কা হাঁকিয়ে দেন নাইটদের এই নবতম তারকা। শেষপর্যন্ত বান্টন খেলেন ১৯ বলে ৫৬ রানের ইনিংস। এই ইনিংসে সাতটি ওভার বাউন্ডারি এবং দুটি বাউন্ডারি হাঁকান বান্টন। তাঁর এই ইনিংস দেখে উচ্ছ্বসিত কেকেআর সমর্থকরা। এমনকী কেকেআরের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেও টুইট করে বান্টনের প্রশংসা করা হয়।

সমারসেটের এই অলরাউন্ডার ইতিমধ্যেই সীমিত ওভারের ক্রিকেটে সুনাম অর্জন করেছেন। একাধিক সীমিত ওভারের টুর্নামেন্টে প্রশংসিত হয়েছে এই ওপেনারের ব্যাটিং। এর আগে দুবাইয়ে টি-১০ লিগেও দুর্দান্ত খেলেছেন বান্টন। ইতিমধ্যেই তাঁকে, ইংল্যান্ডের পরবর্তী কিংবদন্তিদের তালিকায় ধরতে শুরু করেছেন অনেকে। তাঁর প্রতিভা নিয়ে কোনও প্রশ্নই নেই। অনেকেই মনে করছেন, আইপিএলে ঠিকমতো সুযোগ পেলে কেকেআরের জন্য নিয়মিত ম্যাচ উইনারের ভূমিকা নিতে পারেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ