Advertisement
Advertisement
Mitchell Starc

‘টি-টোয়েন্টিতে ভাগ্যই ভরসা’, ফর্মে ফিরে বলছেন ২৪ কোটির নাইট

আইপিএলের প্রথম দুম্যাচে ১০০ রান দিয়েছিলেন ২৫ কোটির অজি তারকা।

Mitchell Starc Opens up on his form in IPL 2024

ফাইল চিত্র

Published by: Arpan Das
  • Posted:April 4, 2024 7:34 pm
  • Updated:April 4, 2024 7:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের প্রথম দুম্যাচ একেবারেই ভালো যায়নি মিচেল স্টার্কের (Mitchell Starc)। ৮ ওভারে ১০০ রান দিয়েছেন অজি পেসার। কোনও উইকেট পাননি। ২৪.৫ কোটির প্রাইস ট্যাগের সঙ্গে তাঁর পারফরম্যান্স কোনও ভাবেই খাপ খায় না। আইপিএলের (IPL) তৃতীয় ম্যাচে দিল্লির বিরুদ্ধে দুই উইকেট তোলার পরে ভাগ্যের সাহায্য চাইলেন মিচেল স্টার্ক।

এবারের মিনি নিলামে বিশ্বকাপজয়ী পেসারকে ২৪.৫ কোটি টাকায় কিনেছে কেকেআর (KKR)। কিন্তু এখনও তাঁর আগুনে বোলিং দেখতে পাননি সমর্থকরা। প্রথম ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ৪ ওভারে ৫৩ রান দিয়েছেন। দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে খরচ করেছেন ৪৭ রান। কোনও ম্যাচেই উইকেট পাননি স্টার্ক। যদিও দুটি ম্যাচেই জিতেছে নাইটরা। প্রশ্ন উঠতে শুরু করেছে, এত কোটি টাকা কি তাহলে জলে গেল?

Advertisement

[আরও পড়ুন: ‘ময়ঙ্ক কৃষ্ণভক্ত, নিরামিষ খেয়েই সাফল্য’, তরুণ তুর্কির আগুনে বোলিংয়ের রহস্য ফাঁস মায়ের]

তৃতীয় ম্যাচে তাঁর পারফরম্যান্স কিছুটা আশ্বস্ত করবে কলকাতার সমর্থকদের। বিশাখাপত্তনমের ম্যাচে মাত্র ২৫ দিয়েছেন তিনি। তুলে নিয়েছেন অজি দলের দুই সতীর্থ ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের উইকেট। ম্যাচ জেতার পরে স্টার্ক বলেন, “টি-টোয়েন্টিতে মাঝেমধ্যে সহজ সুযোগও নষ্ট হয়। কিন্তু আমরা তিন ম্যাচ জিতেছি। সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি ক্রিকেট আসলে খুবই নিষ্ঠুর। তাই এখানে ভাগ্যের সাহায্য দরকার পড়ে।” সেই সঙ্গে তাঁর সংযোজন, “আমরা দারুণ ব্যাট করছি। তাই ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে ভাবছি না। দল হিসেবে আমরা দুর্দান্ত খেলছি।”

Advertisement

[আরও পড়ুন: দিল্লিতে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল, কিন্তু কেন?]

দিল্লির বিরুদ্ধে প্রথমে ব্যাট করে সুনীল নারিন, অঙ্গকৃষদের দাপটে নাইটরা ২৭২ রানের পাহাড় গড়ে। বাকি কাজটা সহজেই শেষ করেন বোলাররা। ১৬৬ রানে থেমে যায় ঋষভ পন্থদের ইনিংস। কলকাতার পরের ম্যাচ ৮ এপ্রিল চেন্নাইয়ের বিরুদ্ধে। সেই ম্যাচেও নিশ্চিত ভাবেই জ্বলে উঠতে চাইবেন অজি তারকা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ