Advertisement
Advertisement
Pat Cummins

জাদেজার আউটের আবেদন প্রত্যাহার, ‘বিশ্বকাপে কোহলি থাকলে কী করতে’, প্রশ্ন প্রাক্তন তারকার

রইল সেই বিতর্কিত মুহূর্তের ভিডিও।

Mohammad Kaif questions SRH captain Pat Cummins's decision not to appeal obstructing the field against Ravindra Jadeja

জাদেজার আউটের আবেদন প্রত্যাহার করে নেওয়ায় প্রশ্নের মুখে কামিন্স। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:April 6, 2024 1:20 pm
  • Updated:April 6, 2024 1:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) বিরুদ্ধে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের আবেদন করতেই পারতেন সানরাইজার্স হায়দরাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স (Pat Cummins)। কিন্তু অস্ট্রেলিয়ান তারকা আবেদনই করলেন না। ম্যাচ শেষে তাঁর এহেন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠে গেল।
চেন্নাই সুপার কিংসের ১৯ তম ওভারের ঘটনা। সানরাইজার্স হায়দরাবাদের বোলার ভুবনেশ্বর কুমার ইয়র্কার দেন জাদেজাকে। কোনও রকমে সেই ডেলিভারিটা খেলেন সিএসকের অলরাউন্ডার। জাদেজা ক্রিজ থেকে বেরিয়ে এসেছিলেন। ভুবি বল ছুড়ে মারেন। জাদেজার গায়ে বল লাগে। অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের আবেদন কামিন্স করতেই পারতেন। কিন্তু তিনি তা করেননি। আর তা নিয়েই প্রশ্ন উঠে যায়।
জাদেজা খুব ভালো ছন্দে ছিলেন না। তিনি আউট হলে ধোনি নামতেন। যদিও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তিন বল বাকি থাকতে ধোনি কেন নামলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু মহম্মদ কাইফের মতো প্রাক্তন ক্রিকেটার মনে করেন ধোনিকে মাঠে নামতে না দেওয়ার জন্যই কামিন্স ইচ্ছাকৃতভাবে জাদেজার বিরুদ্ধে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের আবেদন করেননি। 

 

Advertisement

কাইফ টুইট করেন, ”জাদেজার বিরুদ্ধে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের আবেদন না করা নিয়ে প্যাট কামিন্সের কাছে দুটি প্রশ্ন। ছন্দে না থাকা জাদেজাকে ক্রিজে আটকে রাখার জন্যই কি ট্যাকটিক্যালি আউটের আবেদন করা হল না নাকি ধোনিকে অন্দরমহলে বসিয়ে রাখার জন্যই কামিন্স চুপ করে থাকলেন? জাদেজার পরিবর্তে ক্রিজে বিরাট কোহলি থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপে কি একই কাজ করতে দেখা যেত কামিন্সকে?”
কামিন্সের আউটের আবেদন না করা নিয়ে বিতর্ক চলতেই পারে। আলোড়িত হতে পারে সোশাল মিডিয়ায়। কামিন্সের একটা সিদ্ধান্ত চর্চার মশলা জুগিয়ে গেল।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ