Advertisement
Advertisement

আইপিএলের মধ্যেই ভারতীয় ক্রিকেটে গড়াপেটার ছায়া! মহম্মদ সিরাজকে প্রস্তাব জুয়াড়ির

ঘটনার তদন্ত শুরু করেছে বিসিসিআই।

Mohammed Siraj has reported a corrupt approach to BCCI's Anti Corruption Unit
Published by: Subhajit Mandal
  • Posted:April 19, 2023 1:46 pm
  • Updated:April 19, 2023 7:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের মধ্যে ফের ভারতীয় ক্রিকেটে ম্যাচ গড়াপেটার ছায়া। এবার মহম্মদ সিরাজকে (Mohammad Siraj) বিতর্কিত প্রস্তাব জুয়াড়ির। দ্রুত ঘটনাটির কথা বিসিসিআইকে জানান ভারতীয় পেসার। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বিসিসিআইয়ের দুর্নীতিদমন শাখা।

ভারতীয় বোর্ডের (BCCI) তরফে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর মহম্মদ সিরাজ বোর্ডকে জানিয়েছেন, ভারত-অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন এক অজানা ব্যক্তির ফোন পান তিনি। ওই ব্যক্তি আরসিবি পেসারের কাছে দলের বিস্তারিত তথ্য জানতে চেয়েছিলেন। ওই ব্যক্তি নিজেকে বাসচালক বলে পরিচয় দেন। হায়দরাবাদের ওই বাসচালক ক্রিকেট ম্যাচে নিয়মিত জুয়া খেলেন। সম্প্রতি জুয়া খেলতে গিয়ে বহু টাকা ক্ষতি হয়েছে তাঁর। সেকারণেই দলের অন্দরের খবর জানতে চেয়ে সিরাজকে ফোন করেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ‘একটু জমির জন্য নিজেকে ছোট করছেন’, বিশ্বভারতীর সঙ্গে জমিজট নিয়ে অমর্ত্য সেনকে তোপ দিলীপের]

সিরাজ সেই ফোন পাওয়ার পরই সচেতনতার সঙ্গে সে খবর বিসিসিআইয়ের অ্যান্টি কোরাপশন ব্যুরোকে জানিয়েছেন। সঙ্গে সঙ্গে বোর্ডের দুর্নীতিদমন শাখা পুরো ঘটনার তদন্তে নেমেছে। ওই অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, বিসিসিআই দুর্নীতির সঙ্গে কোনওরকম আপস করবে না। তবে এই মুহূর্তে এ নিয়ে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়।

[আরও পড়ুন: জীবনকৃষ্ণের একাধিক অ্যাকাউন্ট ফ্রিজ করল CBI! এবার নজরে বিধায়কের স্ত্রী ও শ্যালকের চাকরি]

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটে গড়াপেটা কাণ্ড এই প্রথম নয়। এর আগে একাধিকবার কলঙ্কিত হয়েছে কোটি টাকার টুর্নামেন্ট। ২০১৩ সালে গড়াপেটার দায়ে গ্রেপ্তার করতে হয়েছিল শ্রীসন্থ, অজিত চাণ্ডিলা, অঙ্কিত চৌহানদের। এমনকী পরবর্তীকালে গড়াপেটার দায়ে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) গড়াপেটায় জড়িত থাকার অপরাধে দু’বছরের জন্য নির্বাসিতও করা হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement