Advertisement
Advertisement
Morne Morkel

গম্ভীরের ইচ্ছাপূরণ! সেপ্টেম্বরে নতুন সহকারী যোগ দিচ্ছেন টিম ইন্ডিয়ার সাজঘরে

নতুন সহকারীর নাম কী?

Morne Morkel is set to join Team India as the side's bowling coach next month

গৌতম গম্ভীর।

Published by: Krishanu Mazumder
  • Posted:July 29, 2024 6:09 pm
  • Updated:July 29, 2024 7:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব ঠিকঠাক থাকলে গৌতম গম্ভীরের সহকারী কোচ হতে চলেছেন দক্ষিণ আফ্রিকান প্রাক্তন ক্রিকেটার মর্নি মর্কেল। সূত্রের খবর, আগামী মাসে মর্নি মর্কেল (Morne Morkel) যোগ দেবেন ভারতীয় দলের সঙ্গে। সেপ্টেম্বরে দুটেস্টের সিরিজে বাংলাদেশের মুখোমুখি হবে ভারতীয় দল। সেক্ষেত্রে গৌতম গম্ভীরের ইচ্ছাপূরণ হতে চলেছে। 
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে রাহুল দ্রাবিড় প্রাক্তন কোচের দলে নাম লিখিয়েছেন। পরশ মাম্বরেও আর বোলিং কোচ নন। গম্ভীর বোলিং কোচ হিসেবে মর্নি মর্কেলের নাম প্রস্তাব করেছিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে।

[আরও পড়ুন: ‘জুমলা’ তোপ বিজেপি মন্ত্রীকে, অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের পর ভাইরাল মনুর পুরনো টুইট]

বিসিসিআই সরকারি ভাবে এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটের খবর অনুযায়ী, মর্নি মর্কেলের বাবা অসুস্থ। সেই কারণে ভারতীয় দলের সঙ্গে তাঁর যোগ দেওয়া পিছোচ্ছে। আগের খবর ছিল, দ্বীপরাষ্ট্রেই টিম ইন্ডিয়ার সঙ্গে যোগ দেবেন মর্নি মর্কেল। পরিবর্তিত পরিস্থিতিতে প্রাক্তন প্রোটিয়া তারকার টিম ইন্ডিয়ার হয়ে কাজ শুরু করা পিছোচ্ছে।
শ্রীলঙ্কার মাটিতে সাইরাজ বাহুতুলে ভারতের বোলিং কোচ হিসেবে দলের সঙ্গে রয়েছেন। উইকেট স্পিন বান্ধব বলেই তিনি রয়েছেন দলের সঙ্গে। তবে বাহুতুলে দলের সঙ্গে থাকবেন কিনা পরিষ্কার নয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পাঁচটি ম্যাচ ঘরের মাটিতে খেলবে ভারত। মর্নি মর্কেল আসার পরে সাইরাজ বাহুতুলেকে রেখে দেওয়া হয় কিনা, তার উত্তর দেবে সময়।

Advertisement

[আরও পড়ুন: ‘পরের অলিম্পিকে জোড়া সোনা জিতবে ভারতের ক্রিকেটাররা’, আশাবাদী বিশ্বজয়ী কোচ দ্রাবিড় ]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ