Advertisement
Advertisement
Hardik Pandya

হার্দিক অধিনায়ক হতেই অসন্তোষ বাড়ল সমর্থকদের, ব্যাপক ফলোয়ার কমল মুম্বই ইন্ডিয়ান্সের

রোহিতের বদলে অধিনায়কত্ব করবেন হার্দিক, মেনে নিতে পারছেন না মুম্বই সমর্থকরা।

Mumbai Indians lost 400k followers on Twitter । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:December 16, 2023 10:17 am
  • Updated:December 16, 2023 2:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের অব্যবহিত পরে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তিনি স্থির করে ফেলেছিলেন গুজরাট টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) যাবেন। তিনি হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। শুক্রবার জানা গেল, রোহিত শর্মা (Rohit Sharma) নন, মুম্বই ইন্ডিয়ান্সকে আগামী মরশুমে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ডিয়াই।
এই খবর ছড়িয়ে পড়ার এক ঘণ্টার মধ্যেই টুইটারে মুম্বই ইন্ডিয়ান্সের ফলোয়ার সংখ্যা কমে গেল ৪ লক্ষ। রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্ব নেন ২০১৩ সালে। তার পর থেকেই মুম্বই ইন্ডিয়ান্স সাফল্যের মুখ দেখে। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। রোহিতের পরিবর্তে হার্দিকের নেতৃত্বের খবরে দারুণ অসন্তুষ্ট মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকরা। ফলোয়ার সংখ্যা কমায় সেটাই দেখা গেল। তবে রোহিতের নেতৃত্ব প্রসঙ্গে উচ্ছ্বসিত মুম্বই ইন্ডিয়ান্স। 

[আরও পড়ুন: পাকিস্তানের পর বাংলাদেশের বিরুদ্ধে হার, যুব এশিয়া কাপ থেকে বিদায় ভারতের]

মুম্বই ইন্ডিয়ান্সের তরফে লেখা হয়েছে, ”২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব গ্রহণ করে রোহিত। তুমি আমাদের বিশ্বাস করতে শিখিয়েছিলে। জয়-পরাজয়ের মধ্যে তুমি আমাদের হাসতে শিখিয়েছিলে। ১০ বছর এবং ৬টি ট্রফির পরে আজ আমরা এখানে। তুমি আমাদের চিরদিনের অধিনায়ক। তোমার পরম্পরা নীল এবং সোনালি রংয়ে লেখা থাকবে। ধন্যবাদ অধিনায়ক রো।” 

Advertisement


নতুন অধিনায়ক হার্দিক প্রসঙ্গে জয়বর্ধনে বলেন, “এটাই মুম্বই ইন্ডিয়ান্সের ইতিহাস। এখানে দলের ব্যাটন এক তারকার হাত থেকে আর তারকার হাতে যায়। শচীন তেন্ডুলকর থেকে হরভজন সিং। কিংবা রিকি পন্টিং। সেরা অধিনায়করাই মুম্বইয়ের ব্যাটন সামলেছে। রোহিতও সেই ধারাই এগিয়ে নিয়ে গিয়েছে। এবার সময় হয়েছে হার্দিকের।”

[আরও পড়ুন: মুম্বই সিটি এফসির বিরুদ্ধে আজ নামছে ইস্টবেঙ্গল,তিন পয়েন্টই টার্গেট কুয়াদ্রাতের]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement