Advertisement
Advertisement
Nitish Rana

ভাল খেলেও জাতীয় দলে ব্রাত্য! সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট কেকেআর তারকার

বুধবারই ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই।

Nitish Rana shares cryptic post after not selected in India team | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:July 6, 2023 12:42 pm
  • Updated:July 6, 2023 12:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে ভাল খেলেছেন। তা সত্ত্বেও জাতীয় দলের দরজা খোলেনি তাঁর জন্য। ক্রিকেটপ্রেমীদের মন জিতলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পাননি কেকেআর তারকা (KKR)। তাই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন। ইঙ্গিতবাহী পোস্টে কেকেআর তারকা লিখেছেন, খারাপ দিনগুলো আসলে সুন্দর ভবিষ্যৎ তৈরি করে। প্রসঙ্গত, বুধবারই ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে একঝাঁক তরুণ মুখকে সুযোগ দেওয়া হয়েছে। আইপিএলে ভাল খেলা তিলক বর্মা, যশস্বী জয়সওয়ালকে দলে নেওয়া হয়েছে। বাংলার তরুণ পেসার মুকেশ কুমার টি-২০ দলেও ঢুকে পড়েছেন। সেই সঙ্গে জাতীয় দলে (Indian Cricket Team) ফিরেছেন তরুণ পেসার আভেশ খান, উমরান মালিক ও স্পিনার রবি বিষ্ণোই। তবে ভাল খেলা সত্ত্বেও জাতীয় দলে রাখা হয়নি জিতেশ শর্মা বা ঋতুরাজ গায়কোয়াড়কে।

Advertisement

[আরও পড়ুন: আদিবাসী যুবকের মুখে প্রস্রাব ‘বিজেপি কর্মী’র, পা ধুইয়ে ক্ষমা চাইলেন খোদ মুখ্যমন্ত্রী]

২০২৩ আইপিএলে পরপর পাঁচ বলে ছক্কা হাঁকিয়ে ক্রিকেটমহলে ঝড় তুলেছিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। একা হাতে বেশ কয়েকটি ম্যাচও জিতিয়েছিলেন কেকেআর তারকা। তারপর থেকেই ক্রিকেট বিশেষজ্ঞদের অনুমান ছিল, এবার জাতীয় দলে ঢুকে পড়বেন রিঙ্কু। কিন্তু বুধবারের ঘোষিত দলে নেই তাঁর নাম। কেন রিঙ্কুকে বাদ দেওয়া হল, সেই প্রশ্নও উঠছে। আকাশ চোপড়া সাফ জানিয়েছেন, “তিলক বর্মার পরিবর্তে রিঙ্কু সিংকেই দলে নেওয়া উচিত ছিল।” তবে শোনা যাচ্ছে, এশিয়াডের জাতীয় দলে নেওয়া হতে পারে রিঙ্কুকে।

Advertisement

এহেন পরিস্থিতিতেই মুখ খুলেছেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা (Nitish Rana)। চোটের জন্য শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছেন। বেশ প্রশংসাও পেয়েছে তাঁর অধিনায়কত্ব। ব্যাট হাতেও টুর্নামেন্টে তাঁর পারফরম্যান্স বেশ ভাল ছিল। তা সত্ত্বেও জাতীয় দলে সুযোগ না পেয়ে হতাশ রানা। টুইট করে তিনি লিখেছেন, “খারাপ সময়টা আসলে ভাল ভবিষ্যৎ তৈরি করে।” প্রসঙ্গত, দেশের জার্সিতে ২টি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন নীতীশ রানা।

[আরও পড়ুন: স্লিপাল সেল বানিয়ে নাশকতার ছক! ঢাকায় পালিয়েও পার পেল না আল কায়েদার জঙ্গি, ধরাল লালবাজার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ