Advertisement
Advertisement

Breaking News

ODI World Cup 2023

ODI World Cup 2023: ‘ক্রিকেট বলের মতো ছুড়ে ফেলে দেব’, কানেরিয়াকে হুমকি বিজেপি নেতার, কিন্তু কেন?

নতুন বিতর্কে জড়ালেন কানেরিয়া।

ODI World Cup 2023: BJP national spokesperson Gaurav Bhatia slams former Pakistan cricketer Danish Kaneria । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 25, 2023 5:03 pm
  • Updated:October 25, 2023 7:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়ার (Danish Kaneria) সঙ্গে সোশাল মিডিয়ায় কথাবার্তা চলছিল এক ভারতীয় সাংবাদিকের। দুজনের কথোপকথনে ঢুকে পড়েন বিজেপি-র জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া (Gaurav Bhatia)। কানেরিয়াকে তোপ দেগে গৌরব বলেন, কোনও ভারতীয়র সম্পর্কে তিনি যদি ফের কোনও মন্তব্য করেন, তাহলে তাঁকে ‘ক্রিকেট বলের মতো মাঠের বাইরে ছুড়ে ফেলা হবে।’
চলতি বিশ্বকাপের (ODI World Cup 2023) বেশ কয়েকটি ম্যাচে দর্শকদের আচরণ দেখে হতাশ হন সাংবাদিক আরফা খান্নুম। সোশাল মিডিয়ায় আরফা লেখেন, ”বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে ক্রিকেটপ্রেমীদের হতশ্রী আচরণ দেখে ভারতীয় হিসেবে আমি অত্যন্ত লজ্জিত বোধ করেছি।” নরেন্দ্র মোদি-আরএসএস-কেও কটাক্ষ করেন আরফা। 

[আরও পড়ুন: ODI World Cup 2023: তেইশের কোহলি যেন বাইশের মেসি, মিল পাচ্ছেন মাইকেল ভন]

ভারতীয় সাংবাদিককে পরামর্শ দিয়ে প্রাক্তন পাক স্পিনার বলেন, ”ভারতীয় হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করলে আমার দেশ পাকিস্তানে চলে আসো। তোমার মতো মানুষের দরকার নেই ভারতের।”
আরফা খান্নুমকে দেওয়া এহেন পারমর্শের প্রেক্ষিতে গৌরব ভাটিয়া প্রাক্তন পাক স্পিনারকে উদ্দেশ্য করে বলেন, ”মিস্টার দানিশ কানেরিয়া আগে তোমার ঘর ঠিক রাখো। আরফা আমাদের দেশের ভুল সমালোচনা করেছে। তবে আমাদের সম্পর্ক কেবল ধর্মের ভিত্তিতে নয়। বরং দেশের প্রতি ভালোবাসাই স্থির করে আমাদের সম্পর্ক।”

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: বিশ্বরেকর্ড গড়ে জ্যাভলিনে সোনা সুমিতের, অভিনন্দন জানালেন মোদি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ