Advertisement
Advertisement
ODI World Cup 2023

ODI World Cup 2023: উনিশের কোহলি না তেইশের রোহিত, গম্ভীরের বিচারে এগিয়ে কে?

রোহিতের নেতৃত্বে চলতি বিশ্বকাপে ভারত এখনও অপরাজিত।

ODI World Cup 2023: Rohit Sharma In 2023 vs Virat Kohli In 2019, former cricketer Gautam Gambhir speaks on the captaincy difference । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 13, 2023 9:27 pm
  • Updated:November 13, 2023 9:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ বিশ্বকাপে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)।
এই ২০২৩-এ ‘টিম ইন্ডিয়া’র ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)।
দুই জমানার মধ্যে পার্থক্য কোথায়? সেই মূল্যায়ন করলেন ভারতের প্রাক্তন তারকা গৌতম গম্ভীর। দুই জমানার দুই অধিনায়কের মধ্যে তুলনায় কোহলির নাম না করে রোহিতকেই এগিয়ে রাখলেন গৌতম গম্ভীর। কোহলি ও গম্ভীরের সম্পর্ক কেমন, তা জানে গোটা দেশ। দুই সময়ের দুই অধিনায়কের তুলনা করতে বসে গম্ভীর জোর দিচ্ছেন সাজঘরের পরিবেশের উপরে। সাজঘরের পরিবেশ হালকা, খোলামেলা রাখায় রোহিত শর্মা বহু এগিয়ে কোহলির থেকে। 

[আরও পড়ুন: নক আউটে রোহিতের ‘তুরুপের তাস’ বোলার কোহলি! টিম ইন্ডিয়ার বোলিং কোচ দিলেন বড় ইঙ্গিত]

রোহিতের নেতৃত্বে ধারাবাহিক ভাবে নটি ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছেছে ভারত। নক আউট পর্বের বল গড়ানোর আগে গম্ভীর বলেছেন, ”২০১৯ সালে একাধিক পরিবর্তন করা হয়েছিল দলে। এই তেইশের দলে ন্যূনতম পরিবর্তন করা হয়েছে। একজন ভালো অধিনায়ক এবং নেতা দলকে নিরাপত্তা দেয়, ড্রেসিংরুমের পরিবেশ খোলামেলা রাখে।”
গম্ভীর বলতে চেয়েছেন, ড্রেসিং রুমের পরিবেশ ভালো হলে, ক্রিকেটাররা হালকা মেজাজে থাকলে খেলোয়াড়রাও মাঠে নেমে নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারেন। এই জায়গায় রোহিত শর্মা কিন্তু লেটার মার্কস পেয়ে পাশ করবেন। গম্ভীর বলছেন, ”সাজঘরের পরিবেশ ভালো রেখেছে রোহিত শর্মা। খেলার শেষে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনেও ছেলেদের উপরে অগাধ আস্থার কথা বলে থাকে রোহিত। এর ফলে ক্রিকেটারদের মনেও এই ধারণা হয়, ক্যাপ্টেন তাদের উপরে আস্থা রেখেছে। অন্য অধিনায়কদের সঙ্গে এখানেই রোহিতের পার্থক্য।”
রোহিতের নেতৃত্ব দেখার পরে গম্ভীর আরও বলেন, ”এই কারণে পাঁচবার আইপিএল খেতাব জিতেছে রোহিত। পরিসংখ্যান এবং ট্রফি জেতার নিরিখে যদি রোহিতকে বিচার করা হয়, তাহলে ও সব শর্তই পূরণ করেছে। এই কারণে আগের অধিনায়কদের থেকে রোহিত এগিয়ে রয়েছে।” 

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই ৪ কোটির মালিক টিম ইন্ডিয়া, ICC থেকে কত টাকা পেলেন বাবররা?]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement