৯ আশ্বিন  ১৪৩০  বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

এবার জাতীয় দলে ডাক পাবেন? প্রশ্ন শুনে কী প্রতিক্রিয়া রিঙ্কু সিংয়ের?

Published by: Sulaya Singha |    Posted: May 21, 2023 4:37 pm|    Updated: May 21, 2023 4:37 pm

On Indian Team Selection, here is the Response of Rinku Singh | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের মতো আইপিএলের প্লে অফে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে কেকেআরের। কিন্তু চলতি টুর্নামেন্টে একজন নতুন তারকার জন্ম দিল শাহরুখ খানের দল। তিনি রিঙ্কু সিং। আইপিএলে (IPL 2023) তাঁর অনবদ্য ব্যাটিং এবং ঠান্ডা মাথার ফিনিশিং মুগ্ধ করেছে বিশেষজ্ঞদের। ক্রিকেট মহলে প্রশ্ন, এবার কি জাতীয় দলে দেখা যাবে রিঙ্কুকে? এ প্রসঙ্গে এবার মুখ খুললেন খোদ রিঙ্কু।

গুজরাট টাইটান্সের (GT) বিরুদ্ধে শেষ ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে দলকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন রিঙ্কু (Rinku Singh)। নিন্দুকদের কটাক্ষের মোক্ষম জবাব দিয়ে নাইটদের নায়ক হয়ে ওঠেন তিনি। এরপর একাধিক ম্যাচে দলের ত্রাতা হয়ে ওঠেন। শনিবার ইডেনে শেষ ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও দুর্দান্ত লড়াই করে দলকে জয়ের প্রায় দোরগোড়ায় পাঠিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত মাত্র এক রানে হারতে হয় কেকেআরকে। আর সেই সঙ্গে এবারের মতো কেকেআরের আইপিএল সফর শেষ হয়। কিন্তু রিঙ্কু সিংয়ের এ বছরের পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীদের মনের মণিকোঠায় জায়গা করে নিল। তবে কি সত্যিই এবার তিনি জাতীয় দলে ডাক পাবেন?

[আরও পড়ুন: পুরুষবন্ধুর গলা জড়িয়ে পানশালায় ‘নেশাতুর’ নাইসা! ভাইরাল দেবগন-কন্যার কাণ্ড]

ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে এ নিয়ে নিজের মনের কথা স্পষ্ট করলেন ২৫ বছরের ব্যাটার। তিনি বলেন, “মরশুমটা এমন গেলে সত্যিই ভাল লাগে। তবে জাতীয় দলের নির্বাচন নিয়ে এখন কিছুই ভাবছি না। এবার বাড়ি ফিরে গিয়ে আবার নিজের মতো প্র্যাকটিস করব, জিম করব।” অর্থাৎ টি-টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দলে তাঁর নাম নির্বাচকরা বিবেচনা করবেন কি না, সেসব নিয়ে আপাতত ভাবতে নারাজ রিঙ্কু। বরং কেকেআরের জন্য ভাল পারফর্ম করতে পেরেই খুশি তিনি। তবে এহেন পারফরম্যান্সের পর যে তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত, তা মনে করছেন প্রাক্তন থেকে বর্তমান বহু তারকাই।

[আরও পড়ুন: দিনে টানা ১০ ঘণ্টা TikTok দেখলেই পকেটে ঢুকবে মোটা টাকা! জানেন কীভাবে?]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে