BREAKING NEWS

১৩ আশ্বিন  ১৪৩০  রবিবার ১ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে বাদ পড়তেই সমর্থকদের রোষানলে বাবর, উঠল ‘জিমবাবর’ ধ্বনি

Published by: Sulaya Singha |    Posted: December 12, 2022 4:28 pm|    Updated: December 12, 2022 4:33 pm

PAK vs ENG: Skipper Babar Azam booed by Pakistani crowd with 'ZimBabar' chants | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর দরজা খোলা রাখতে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জিততেই হত বাবর আজমদের। কিন্তু ২৬ রানে ইংলিশ বাহিনীর কাছে পরাস্ত পাকিস্তান। সেই সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটি জিতে সিরিজও পকেটে পুরলেন বেন স্টোকসরা। আর তাতেই ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ হল সবুজ জার্সিধারীদের। স্বাভাবিক ভাবেই পাক দলের ব্যর্থতায় ক্ষুব্ধ সমর্থকরা। ঘরের মাঠেই দর্শকদের রোষানলে পড়তে হল অধিনায়ক বাবরকে (Babar Azam)।

তিন ফরম্যাটেই বাবরের পারফরম্যান্স নজরকারা। পাক ওপেনারকে বিরাট কোহলির সঙ্গেও তুলনা টানেন পাকিস্তানিরা। কিন্তু এদিন দেশের মাটিতে ইংল্যান্ডের কাছে হারের জেরে সেই অনুরাগীরাই বাবরের উপর তেলে বেগুনে জ্বলে উঠলেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৭৫ রান করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ১ রান করেই আউট হন বাবর। আর প্যাভিলিয়নে ফেরার পথেই সমর্থকদের কটাক্ষের শিকার হতে হয় তাঁকে।

[আরও পড়ুন: ‘ছয় সপ্তাহ হাজিরা দিতে পারব না’, ‘মাছ’ মন্তব্যে পুলিশি সমনের উত্তর পরেশ রাওয়ালের]

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও ক্লিপ। সেখানেই দেখা যাচ্ছে, বাবরকে লক্ষ্য করে ‘জিমবাবর’ বলে কটাক্ষ করছেন সমর্থকরা। আর মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছেন পাক অধিনায়ক। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final 2023) দৌড় থেকে এশিয়ান জায়ান্টদের ছিটকে যাওয়ার সব দায় যেন বাবরের উপরই চাপিয়ে দিতে চাইলেন পাক সমর্থকরা। টেস্ট সিরিজ হেরে ইংল্যান্ডের একধাপ নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গিয়েছে পাকিস্তান। তবে সিরিজ জিতলেও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার আশা শেষ ইংল্যান্ডেরও।

এবার প্রশ্ন হল, পাকিস্তানের হারে ভারতের কী সুবিধা হল? টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর লড়াইয়ে এখন রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। তবে ফাইনালে ওঠার পথ টিম ইন্ডিয়ার জন্য বেশ দুর্গম। কারণ বাকি ছ’টি টেস্টের মধ্যে অন্তত পাঁচটিতেই জিততে হবে ভারতকে। বাংলাদেশের বিরুদ্ধে দু’টি টেস্ট এবং অজিবাহিনীর বিরুদ্ধে চারটি টেস্ট খেলবেন রোহিত শর্মারা। অর্থাৎ উভয় সিরিজই জিততে হবে ভারতকে।

[আরও পড়ুন: ভারত ‘প্রভাবশালী’, নিরাপত্তা পরিষদে ‘স্থায়ী আসন’ চেয়ে দরবার ‘বন্ধু’ রাশিয়ার]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে