BREAKING NEWS

১২ আশ্বিন  ১৪৩০  শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

কিউয়িদের বিরুদ্ধে দুরন্ত ১৮০ রান, এশিয়ান ব্যাটার হিসেবে নয়া রেকর্ডের মালিক পাক তারকা

Published by: Sulaya Singha |    Posted: April 30, 2023 4:21 pm|    Updated: April 30, 2023 4:21 pm

PAK vs NZ: Fakhar Zaman Breaks Babar Azam’s Record | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। শুধু তাই নয়, এশিয়ান ব্যাটার হিসেবে নয়া নজির গড়লেন ফকর জামান (Fakhar Zaman)।

কিউয়িদের বিরুদ্ধে কী রেকর্ড গড়লেন ফকর? এশিয়ার দ্রুততম ব্যাটার হিসেবে একদিনের ক্রিকেটে ৩ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেললেন তিনি। টপকে গেলেন পাক অধিনায়ক বাবর আজমকেও (Babar Azam)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে দুর্দান্ত ফর্মে রয়েছেন জামান। দুই ম্যাচেই সেঞ্চুরি হাঁকান তিনি। সেই সৌজন্যে দুটি ওয়ানডে-তেই ম্য়াচের সেরার খেতাবও পেয়েছেন তিনি। দ্বিতীয় ম্যাচে ৩৩৭ রান তাড়া করতে নেমে একাই ১৪৪ বলে ১৮০ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন ফকর। তাঁর ইনিংস সাজানো ছিল ১৭টি চার এবং ৬টি ছক্কা দিয়ে।

[আরও পড়ুন: ‘২৪০ আসন পাবে তৃণমূল’, ছাব্বিশের বিধানসভা ভোটের টার্গেট বেঁধে দিলেন অভিষেক]

সেই দৌলতেই মাত্র ৬৭টি ম্যাচ খেলেই ৩ হাজারের গণ্ডি পেরিয়ে গেলেন তিনি। ৬৮টি ম্যাচ খেলে ৩ হাজার রান স্পর্শ করেছিলেন বাবর। আপাতত এই তালিকায় তিনি নেমে এলেন দু’নম্বরে। তাঁর সঙ্গে যুক্তভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাই হোপ।

শনিবার বাবর আউট হন ৬৫ রান করে। কিউয়ি স্পিনার ইশ সোধির ওভারে এক্সট্রা কভার দিয়ে কভার ড্রাইভে বাবরের ছক্কা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চর্চায় উঠে এসেছে। ভাইরাল হয়েছে সেই ওভার বাউন্ডারির ভিডিও-ও। বাবরকে প্রশংসায় ভরিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। অনেকে আবার বলছেন, পাঁচ বছর আগে এত রান তাড়া করে জেতার দক্ষতা ছিল না পাকিস্তানের। তবে ফকর, বাবররা সেই অসাধ্যসাধন করে দেখালেন।

[আরও পড়ুন: ‘সেলফি উইথ ডটার’ থেকেই ‘বেটি বাঁচাও বেটি পড়াও’, শততম ‘মন কি বাতে’ জানালেন মোদি]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে