Advertisement
Advertisement

Breaking News

Shan Masood

মহারণের আগে বড় ধাক্কা, মাথায় চোট পেয়ে হাসপাতালে পাক ব্যাটার

প্রায় সাত মিনিট মাটিতে পড়েছিলেন তিনি।

Pakistan batter Shan Masood injured, taken to hospital | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 21, 2022 12:38 pm
  • Updated:October 21, 2022 1:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) সবথেকে উত্তেজক ম্যাচের আগে আবার ফিরে এল ফিল হিউজের স্মৃতি। প্র্যাকটিসের সময়ে মাথায় গুরুতর আঘাত পেলেন পাকিস্তানের  ক্রিকেটার শান মাসুদ (Shan Masood)। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চোট পাওয়ার পরে শান মাসুদের শারীরিক অবস্থা কেমন, সেই বিষয়ে কিছু জানানো হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে। চোট পাওয়ার পরে মাটিতে লুটিয়ে পড়েন শান, সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভারত-পাক ম্যাচ নিয়ে ক্রমেই উত্তেজনার পারদ চড়ছে। এহেন পরিস্থিতিতে তারকা ব্যাটার চোট পাওয়ার কারণে বেশ চিন্তায় থাকবে পাকিস্তান (Pakistan)।

মেলবোর্নে ভারতের মুখোমুখি হওয়ার আগে শুক্রবার প্র্যাকটিসে নেমেছিল পাকিস্তান। নেটে ব্যাটিং প্র্যাকটিস  করছিলেন মহম্মদ নওয়াজ। তাঁর একটি জোরাল শট সোজা শান মাসুদের মাথায় এসে লাগে। মাথার ডানদিকে আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন পাকিস্তানের মিডল অর্ডারের এই ব্যাটার। তাঁর পরিস্থিতি দেখে ছুটে আসেন সতীর্থরা। মাটিতে পড়ে থাকা অবস্থায় শানকে সুস্থ করে তোলার চেষ্টা করতে থাকেন দলের চিকিৎসকরা। প্রায় সাত মিনিট মাটিতে পড়েছিলেন শান। গোটা ঘটনায় হতভম্ব হয়ে পড়েন মহম্মদ নওয়াজও। নিজেকে কার্যত অপরাধী বলে ভাবতে থাকেন তিনি। হাঁটু মুড়ে তিনি বসে পড়েন নেটেই। 

Advertisement

[আরও পড়ুন: চেলসি ম্যাচের স্কোয়াড থেকে বাদ রোনাল্ডো! খেলা শেষ হওয়ার আগেই সাজঘরে যাওয়ার ‘শাস্তি’?]

আহত শানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, তাঁর মাথার স্ক্যান করা হয়েছে। তবে শান মাসুদের মাথার চোট কতটা গুরুতর, সেই বিষয়ে কিছু জানা যায়নি। শানের শারীরিক অবস্থা সম্পর্কে পাক ক্রিকেট বোর্ডও কিছু জানায়নি। প্রসঙ্গত, পাকিস্তানের তিন নম্বরে ব্যাট করার জন্য ভাবা হয়েছিল শানের নাম। তবে পাকিস্তান স্কোয়াডে রয়েছেন ফখর জামানও। তিনিও তো তিন নম্বর পজিশনে অভিজ্ঞ ব্যাট। বিশ্বকাপে তিন নম্বরে শেষপর্যন্ত ব্যাট করবেন কে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় পাক ক্রিকেটপ্রেমীরা।

আগামী ২৩ অক্টোবর মেলবোর্নে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান (India vs Pakistan)। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। এবারের টুর্নামেন্টে কি সেই ম্যাচের মধুর প্রতিশোধ নেবে ভারত? সাম্প্রতিক কালে দুই দেশের ক্রিকেট নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত, জানিয়ে দেন বোর্ড সচিব জয় শাহ। তাঁর এই মন্তব্যের পালটা দিয়ে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তান। বেশ কয়েকজন প্রাক্তন পাক ক্রিকেটার এমনও দাবি করেছেন, চলতি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে নামাই উচিত নয় পাকিস্তানের।

[আরও পড়ুন: এগিয়ে চলেছে লক্ষ্মীর দল, ছত্তিশগড়কে উড়িয়ে দিয়ে সৈয়দ মুস্তাক আলির নক আউটে বাংলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ