Advertisement
Advertisement
Pakistan Cricket Team

সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ, ফিটনেস বাড়াতে পাক সেনার সঙ্গে অনুশীলনে আফ্রিদি-রউফরা

রইল সেই কঠিন অনুশীলনের ভিডিও।

Pakistan team trains at Kakul for upcoming matches and T-20 World Cup

অনুশীলনে পাক ক্রিকেটাররা। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:April 1, 2024 4:28 pm
  • Updated:April 1, 2024 4:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিটনেস বাড়ানোর জন্য পাক সেনার সঙ্গে অনুশীলনে শাহিন আফ্রিদি (Shaheen Afridi), হ্যারিস রউফ (Haris Rauf), মহম্মদ আমিররা (Mohammed Amir)। ক্রিকেটারদের শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য দুসপ্তাহের ট্রেনিং ক্যাম্প শুরু হয়েছে কাকুলের আর্মি স্কুল অফ ফিজিক্যাল ট্রেনিংয়ে। সোশাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেছে পিসিবি। সেখানে দেখা যাচ্ছে পাক ক্রিকেটাররা নানাবিধ ড্রিল করছেন, শারীরিক কসরৎ করছেন।

পিসিবি সভাপতি মহসিন নাকভি ক্রিকেটারদের ফিটনেস নিয়ে একেবারেই সন্তুষ্ট নন। তাঁর মতে, পাক ক্রিকেটাররা ভালো করে ছক্কা হাঁকাতে পারেন না। ক্রিকেটারদের ফিটনেস বাড়ানোর জন্য সেনাবাহিনীর সঙ্গে অনুশীলন দরকার বলে মনে করেন পিসিবি-র সভাপতি। সেই মতো তিনি নির্দেশিকাও জারি করেছিলেন কয়েকমাস আগে। নাকভির মতে, সেনাবাহিনীর সঙ্গে এই ক্যাম্প করা হলে ক্রিকেটাররা উপকৃত হবেন। তাঁরা দারুণ ফিট হয়ে উঠবেন।

Advertisement

[আরও পড়ুন: না জানিয়েই নেতৃত্ব নিয়ে তাঁর নামে বিবৃতি! পাক বোর্ডের আচরণে ক্ষুব্ধ শাহিন আফ্রিদি]

এই বছরই টি টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ফিট করে তোলার জন্যই নাকভির এমন উদ্যোগ। কারণ পঞ্চাশ ওভারের বিশ্বকাপে পাকিস্তান হতাশাজনক ফল করেছিল। তার পরেই পাকিস্তানে ‘গেল গেল’ রব ওঠে। পাক ক্রিকেটে পালাবদল ঘটে। কিন্তু কয়েক মাসের মধ্যেই মোহভঙ্গ হয়। ফের পরিবর্তনের পথে পাক ক্রিকেট। পাকিস্তানের সাদা বলের নেতৃত্ব হারান শাহিন আফ্রিদি (Shaheen Shah Afridi)। পাক ক্রিকেটে প্রত্যাবর্তন হল বাবর আজমের। ফের বাবরকে ওয়ানডে এবং টি টোয়েন্টি দলের অধিনায়ক করা হল। আসন্ন টি-২০ বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দেবেন বাবর আজম। 

Advertisement

গতবার পঞ্চাশ ওভারের বিশ্বকাপে পাকিস্তান বাবর আজমের নেতৃত্বে খেলেছিল। পাক দল হতাশাজনক পারফরম্যান্স করে। নেতৃত্ব ছেড়ে দেন বাবর আজম। এবার আবার তাঁর হাতেই উঠল দেশের নেতৃত্ব।

[আরও পড়ুন: হেরেও হৃদয়ের ২২ গজে জয়ী ধোনি, ফেরালেন ১৯ বছর আগের স্মৃতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ