Advertisement
Advertisement

দূষণ রোধে এগিয়ে আসতে দিল্লিবাসীকে বার্তা বিরাট কোহলির

ভিডিওর মাধ্যমে কী বার্তা কোহলির, নিজের চোখেই দেখুন৷

Pollution: virat kohli has a message for Delhi resident
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 16, 2017 5:41 am
  • Updated:September 24, 2019 11:56 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  চেষ্টা হয়েছিল বিস্তর৷ কিন্তু, কাজের কাজ হয়নি৷ শীত পড়তে না পড়তেই ফের দুষণের কবলে রাজধানী দিল্লি৷ পরিস্থিতি এতটাই ভয়াবহ, যে এদেশের রাজধানীতে দুষণকে সামনে রেখে গোটা বিশ্বকে সতর্ক করেছে ইউনিসেফ৷ দূষণ নিয়ে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছেন খোদ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এই পরিস্থিতিতে নিজের শহরের দূষণ নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি৷ দিল্লিবাসীকে তাঁর বার্তা, দূষণের কারণ নিয়ে তর্ক না করে, দূষণ রোধ করার উদ্যোগ নিন৷ কীভাবে দিল্লিতে দূষণ কমানো যেতে পারে, তা নিয়েও কিছু পরামর্শ দিয়েছেন কোহলি৷

[দিল্লি দূষণকেই নমুনা করে বিশ্বকে সতর্কবার্তা ইউনিসেফের]

Advertisement

দিল্লিতে দূষণ নতুন কিছু নয়৷ কিন্তু, সম্প্রতি রাজধানীতে যেহারে দূষণের মাত্রা বেড়েছে, তাতে রীতিমতো উদ্বিগ্ন পরিবেশবিদরা৷ গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে, শীত পড়ার মুখে কালো ধোঁয়া ঢেকে যাচ্ছে দিল্লি৷ বাতাসে বিপজ্জনকভাবে বিভিন্ন ক্ষতিকর উপাদান৷ প্রবল দূষণের কারণে শ্বাসকষ্ট, হাঁপানির মতো রোগে নাজেহাল দিল্লিবাসী৷ পরিস্থিতি এতটাই খারাপ, যে দূষণ ঠেকাতে এবার দিওয়ালিতে দিল্লি-সহ রাজধানী এলাকায় আতসবাজি পোড়ানোর নিষেধ বলে ঘোষণা করেছিলেন সুপ্রিম কোর্ট৷ রাস্তায় গাড়ি চলাচলের ক্ষেত্রে ‘জোড়-বিজোড়’ নীতি চালু করেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ কিন্তু আখেরে লাভ কিছুই হয়নি৷ বরং এবার আরও  ভয়াবহ দূষণের কবলে পড়েছে রাজধানী দিল্লি৷ দূষণের জন্য বেশ কিছুদিন বন্ধ ছিল স্কুল-কলেজও৷ আর এবার দিল্লির দূষণ নিযে শহরবাসীকে সচেতন করার উদ্যোগ নিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি৷

Advertisement

[দিল্লি কি আদৌ ভারতের রাজধানী? মামলা সুপ্রিম কোর্টে]

প্রসঙ্গত, বিরাট কোহলি নিজেও দিল্লিরই ছেলে৷ বুধবার রাতে নিজের টুইটারে একটি ভিডিও পোস্ট করেন তিনি৷ ভিডিও-তে দিল্লিবাসীকে বিরাট কোহলি বলেন, ‘আমরা সকলেই জানি, দিল্লিতে দুষণ কী হারে বেড়েছে৷ এ বিষযে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই৷ কারণ অনেকেই এখন  দূষণের কারণ খুঁজতে ব্যস্ত৷ কিন্তু দুষণ রোধে আমরা কী করছি? আমরা যদি দূষণের বিরুদ্ধে ম্যাচ জিততে চাই, তাহলে সবাইকে একসঙ্গে খেলতে হবে৷ দূষণের মাত্রা কমিয়ে আনা আমাদের সকলেরই দায়িত্ব৷ বিশেষ করে যাঁরা দিল্লিতে থাকেন, এটা তাঁদের দায়িত্ব৷’  ভারতীয় ক্রিকেট অধিনায়কের সংযোজন,  ’আমি সাধারণ মানুষের কাছে আবেদন করছি, একটা গাড়িতে যতসম্ভব বেশি মানুষ যাতায়াত করুন৷ বাস, মেট্রো, যদি সম্ভব হয়, অনেক জন মিলে ওলার মতো ক্যাবে চড়ুন৷ সপ্তাহে যদি একবারএ এই কাজ আমরা করতে পারি, তাহলে পরিস্থিতি কোনও বড় বদল ঘটে যাবে৷’ প্রসঙ্গত, পড়শি রাজ্য হরিয়ানায় ফসল পোড়ানো ও গাড়ির ধোঁয়া থেকে  দিল্লিতে দুষণ বাড়ছে বলে মনে করছেন পরিবেশবিদরা৷ বুধবার এ বিষয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের সঙ্গে বৈঠকও করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷

দেখুন ভিডিও:

[এখনও জনপ্রিয়তার শীর্ষে মোদি, জানাল মার্কিন সংস্থার সমীক্ষা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ