Advertisement
Advertisement
Gautam Gambhir

বিরাট পর্ব অতীত, কঠিন সময়ে প্রাক্তন সতীর্থকে সাহায্য করে মন জিতলেন গম্ভীর

সোশ্যাল মিডিয়ায় গম্ভীরকে ধন্যবাদও জানিয়েছেন ওই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

Rahul Sharma thanks Gautam Gambhir for helping with mother-in-law's treatment | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:May 9, 2023 8:15 pm
  • Updated:May 9, 2023 8:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL 2023) মাঝপথে হঠাত বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি। বিরাট কোহলির সঙ্গে তাঁর প্রকাশ্যে ঝামেলায় জড়িয়ে পড়া নিয়ে রীতিমতো জলঘোলা চলছে ক্রিকেট মহলে। এসব বিতর্কের মধ্যেই প্রকাশ্যে এল গৌতম গম্ভীরের মানবিক রূপ। আইপিএলের ব্যস্ততার মধ্যেও প্রাক্তন সতীর্থের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন গম্ভীর।

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আরজি জানিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রাহুল শর্মা (Rahul Sharma)। তাঁর শাশুড়ি গুরুতর অসুস্থ ছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে রীতিমতো প্রাণসংশয় হয়ে দাঁড়িয়েছিল। নিরুপায় হয়ে উপযুক্ত চিকিৎসার জন্য সোশ্যাল মিডিয়ায় সাহায্য প্রার্থনা করেন রাহুল। বিষয়টি জানার পর দ্রুত সেরা চিকিৎসার ব্যবস্থা করে দেন গম্ভীর।

[আরও পড়ুন: আগামী সপ্তাহেই মাধ্যমিকের ফলপ্রকাশ? ইঙ্গিত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর]

আসলে গম্ভীর প্রাক্তন ক্রিকেটার হওয়ার পাশাপাশি পূর্ব দিল্লির বিজেপি সাংসদও। তাই তাঁর নির্দেশে প্রথম সারির হাসপাতালে রাহুল শর্মার শাশুড়ির চিকিৎসার ব্যবস্থা হয়ে যায়। গম্ভীরের সাহায্যের কথা জানিয়ে সমাজমাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাহুল। গম্ভীরকে (Gautam Gambhir) ‘সবার সেরা’ বলেও মন্তব্য করেছেন। তিনি বলেন, গম্ভীর খুব অল্প সময়ের মধ্যেই তাঁর শাশুড়ির জন্য সেরা চিকিৎসাকেন্দ্র এবং সেরা চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসার ব্যবস্থা করে দেন।

[আরও পড়ুন: আইপিএলেও ডিএ প্রতিবাদ, ব্যানার হাতে ইডেনে ম্যাচ দেখতে হাজির সরকারি কর্মীরা]

সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গম্ভীরকে ধন্যবাদজ্ঞাপক পোস্ট করতেই নেটিজেনরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। অনেকেই বলছেন, গম্ভীর এভাবেই নীরবে সতীর্থদের পাশে দাঁড়ান। কেউ কেউ আবার কোহলির (Virat Kohli) সঙ্গে তাঁর মানসিকতার ‘পার্থক্য’ বুঝিয়েও পোস্ট করছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ