BREAKING NEWS

৯ চৈত্র  ১৪২৯  শুক্রবার ২৪ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

মাঠে ফেরার লড়াই শুরু, প্রথমবার লাঠি ছাড়া হাঁটলেন পন্থ, শেয়ার করলেন ভিডিও

Published by: Anwesha Adhikary |    Posted: March 15, 2023 6:46 pm|    Updated: March 15, 2023 6:46 pm

Rishabh Pant walks in swimming pool, first time without stick | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। বেশ কয়েকদিন আগেই লাঠিতে ভর দিয়ে হাঁটতে দেখা গিয়েছিল ভারতীয় উইকেটকিপার-ব্যাটারকে। এবার লাঠির সাহায্য ছাড়াই সুইমিং পুলে হাঁটলেন তিনি। বুধবার নিজের ইনস্টাগ্রামে হাঁটার ভিডিও পোস্ট করেন ঋষভ। সেই সঙ্গে তাঁর বার্তা, জীবনের ছোট বিষয়গুলির জন্যও কৃতজ্ঞ থাকা উচিত।

গত বছর মারাত্মক গাড়ি দুর্ঘটনার মধ্যে পড়েন ভারতীয় ক্রিকেটার। দেরাদুনের হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে মুম্বইতে এনে তাঁর অস্ত্রোপচার করা। দুর্ঘটনায় তাঁর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। দীর্ঘদিন হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর লাঠিতে ভর দিয়ে হাঁটতেন ঋষভ। সেই ছবিও দেখা গিয়েছিল পন্থের ইনস্টাগ্রামে। 

[আরও পড়ুন: রাজ্যে টাটার প্রত্যাবর্তন! কারখানা খুলছে খড়গপুরে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর]

কয়েকদিন আগেই ইনস্টাগ্রামে দাবা খেলার ছবি আপলোড করেছিলেন ভারতীয় ক্রিকেটার। তবে কার সঙ্গে দাবা খেলছেন, সেই প্রশ্নের উত্তর পাননি পন্থের ভক্তরা। তারপরেই বুধবার নতুন ভিডিও প্রকাশ করেন পন্থ। সেখানে দেখা যাচ্ছে, সুইমিং পুলে জলের চাপের মধ্যেই লাঠি হাতে হাঁটছেন ঋষভ। তারপরেই লাঠি ছাড়াই হাঁটেন তিনি।

ভিডিওর ক্যাপশনে পন্থ লেখেন, “জীবনের ছোট-বড় সমস্ত বিষয়ের জন্যই কৃতজ্ঞ থাকা উচিত। যা কিছু ঘটে, সবের জন্যই আমি কৃতজ্ঞ।” প্রসঙ্গত, গাড়ি দুর্ঘটনার পর সামান্য সেরে উঠেই ভক্তদের ধন্যবাদ জানিয়েছিলেন পন্থ। দুই ট্রাকচালকের সাহায্যেই ঋষভকে উদ্ধার করা গিয়েছিল। বিশেষভাবে তাঁদেরও ধন্যবাদ জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার। তবে আগামী দিনে আইপিএল, বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলতে পারবেন না পন্থ। 

[আরও পড়ুন: শহরে যানজট এড়াতে রিং রোডের প্রস্তাব, গঙ্গার উপরে তৃতীয় হুগলি সেতু!]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে