BREAKING NEWS

৭ চৈত্র  ১৪২৯  বুধবার ২২ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

আমার দেখা আইপিএলের অন্যতম সেরা ইনিংস: শচীন

Published by: Sangbad Pratidin Digital |    Posted: May 5, 2017 11:14 am|    Updated: October 7, 2019 3:55 pm

Rishabh pant's innings one of the best: Sachin Tendulkar

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১৯ বছর বয়স। কিন্তু ফিরোজ শাহ কোটলায় তরুণ ঋষভ পন্থের ব্যাটিং ঝড় দেখে বিস্ময়ে হতবাক শচীন তেণ্ডুলকর। ‘মাস্টার ব্লাস্টার’ বলেই ফেললেন, ‘আইপিএলের দশ বছরে তাঁর দেখা অন্যতম সেরা ইনিংস৷’ একা ক্রিকেট সম্রাট নন, ঋষভ প‌ন্থের ৪৩ বলে ৯৭ রানের বিধবংসী ইনিংস দেখে সৌরভ গঙ্গোপাধ্যায়, ভি ভি এস লক্ষ্মণ থেকে শুরু করে টম মুডি, বীরেন্দ্র শেহবাগ, গৌতম গম্ভীর, রোহিত শর্মা সবাই মুগ্ধ৷

ঋষভকে খুব কাছ থেকে দেখা বীরেন্দ্র শেহবাগ বলছেন, “কোনও ব্যাটসম্যানকে এভাবে ভয়ডরহীন ভাবে ব্যাট করতে দেখলে ভীষণ ভাল লাগে৷ বলকে মারার দক্ষতা থাকা দরকার৷ ঋষভের সেটা আছে৷ ও সেই দক্ষতার প্রমাণ এই ম্যাচে রেখেছে৷” শচীন টুইট করেন, “কোনও সন্দেহ নেই, আমার দেখা আইপিএলের অন্যতম সেরা ইনিংস৷ দশটি আইপিএলের নিরিখে অসাধারণ ইনিংস দেখলাম গতকাল রাতে৷” অনবদ্য ঋষভের সঙ্গে যোগ্য সঙ্গত দিলেন সঞ্জু স্যামসনও৷ তিনি ৩১ বলে করলেন ৬১ রান৷ দু’জনের জুটিতে ১৪৩ রানের দৌলতেই দিল্লি ডেয়ারডেভিলস সুরেশ রায়নার গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ২০৮ রান তাড়া করে জিতেছে৷

শচীনের ঋষভ বন্দনায় যোগ দিয়েছেন বর্তমান এবং প্রাক্তন ক্রিকেটাররাও৷ মুম্বই ইন্ডিয়ান্সের হরভজন সিং লেখেন, “একজন তরুণ ব্যাটসম্যানের অনন্য প্রতিভার নিদর্শন দেখলাম৷ ঋষভ অসাধারণ৷” প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় টুইট করেন, “ঋষভ এবং সঞ্জু এই ম্যাচের আসল নায়ক৷ এই দুই ক্রিকেটারের উপর বাকি দলগুলির প্রত্যেকের নজর রাখতেই হবে৷ ওরা আলাদা৷” রোহিত শর্মা ভূয়সী প্রশংসা করে জানিয়েছেন যে, ‘ঋষভের সেঞ্চুরি পাওয়াটা উচিত ছিল৷ ভয়ডরহীন ব্যাটিং করেছে ও৷ অসাধারণ৷”

[আদালতে আত্মসমর্পণ বিক্রমের, ১,০০০ টাকার বন্ডে আগাম জামিন অভিনেতার]

সানরাইজার্সের কোচ মুডি দিল্লির এই ব্যাটসম্যানের ব্যাটিং দেখে মুগ্ধ৷ বলেছেন, “মনোমুগ্ধকর ব্যাটিং দেখলাম৷ ঋষভের ব্যাটিং প্রতিভা দেখে আমি আপ্লুত৷ আলাদা প্রতিভা৷ এর থেকে ভাল ব্যাটিং আর হয় না৷” সানরাইজার্সের মেণ্টর এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মণ লেখেন, “ঋষভ এবং সঞ্জু দু’জনেই দুরন্ত ব্যাটিং করেছে৷ এরকম পজিটিভ ব্যাটিং আমার ভাল লাগে৷ দক্ষতার সঙ্গে মানসিকতা দেখে মুগ্ধ৷”

[অভাবের সংসারে নিজের সন্তানকে ২০০ টাকায় বিক্রি করলেন মা]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে