Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

‘ওই রেকর্ডটি ভাঙতে চাই’, বিশ্বকাপের আগে কোন নজিরের স্বপ্ন দেখছেন রোহিত?

এশিয়া কাপ নিয়ে এখন ব্যস্ত হিটম্যান।

Rohit Sharma wants to break former West Indies batter Chris Gayle’s record for most sixes in international cricket । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 8, 2023 4:34 pm
  • Updated:September 8, 2023 4:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিস গেইলের (Chris Gayle) সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড ভাঙতে চান ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ‘ক্যারিবিয়ান দৈত্য’ বিশালাকায় সব ছক্কা মারার জন্য বিখ্যাত। আন্তর্জাতিক ক্রিকেটে গেইলের ছক্কার সংখ্যা ৫৫৩। গেইলের পিছনেই রয়েছেন হিটম্যান। তাঁর হাকানো ছক্কার সংখ্যা ৫৩৯। যাঁকে নিয়ে কথা চলছে সেই রোহিত শর্মা এখন এশিয়া কাপ নিয়ে ব্যস্ত। রবিবার এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। সেই ম্যাচের জন্য নিজেকে তৈরি করছেন হিটম্যান।

রোহিত তাঁর ইনিংসের শুরুতে ঢিলেঢালা ব্যাটিং করেন। কিন্তু ম্যাচ যত এগোতে থাকে বিধ্বংসী হয়ে ওঠেন রোহিত শর্মা। বিশাল সব ছক্কা হাঁকান মুম্বইকর। ভারত অধিনায়ক বলছেন, ”আমি ক্রিস গেইলের ছক্কার বিশ্বরেকর্ড ভাঙতে চাই। গেইলের ছক্কার রেকর্ড আমি ভাঙতে পারি, কোনওদিনই ভাবিনি। গেইলের রেকর্ড ভাঙলে তা সবদিক থেকেই অনন্য হবে। বিরল এক নজির গড়া যাবে।”

Advertisement

[আরও পড়ুন: শেষ হতে চলেছে মারিয়া রূপকথা, আর্জেন্টিনার জার্সিতে অবসরের দিনক্ষণ জানিয়ে দিলেন তারকা উইঙ্গার]

 

গেইল পেশিবহুল ক্রিকেটার। রোহিতের শরীরে অবশ্য পেশির আধিক্য নেই। হিটম্যান বলছেন, ”আমি পেশিবহুল নই ঠিকই কিন্তু জোরে বল মারতে পছন্দ করি। আমরা যখন ক্রিকেট খেলা শুরু করি তখন আমাদের বলা হয়েছিল টাইমিং করাটাই সবথেকে গুরুত্বপূর্ণ। আমদের এরিয়াল শট খেলতে দেওয়া হত না। ওরকম শট খেললে কোচ আমাদের নেটের বাইরে বের করে দিতেন।”

Advertisement

[আরও পড়ুন: খুব দ্রুত ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত হবে! বড় মন্তব্য করলেন বোর্ড সভাপতি রজার বিনি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ