Advertisement
Advertisement
Sachin Tendulkar

এবার ডিপফেকের শিকার শচীন, ‘অত্যন্ত বিরক্তিকর’, ভুয়ো ভিডিও দেখে গর্জে উঠলেন কিংবদন্তি

ডিপফেকের শিকার হয়েছেন একাধিক তারকা।

Sachin Tendulkar is the newest victim of deep fake, shares video | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 15, 2024 1:59 pm
  • Updated:January 15, 2024 2:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ডিপফেকের শিকার হলেন শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর ভুয়ো ভিডিও। দেখা যাচ্ছে, একটি অনলাইন গেমিং অ্যাপের হয়ে প্রচার করছেন কিংবদন্তি ক্রিকেটার। শুধু তাই নয়, এই অ্যাপ ব্যবহার করে প্রচুর উপার্জন করছেন তাঁর মেয়ে সারা তেণ্ডুলকর (Sara Tendulkar) সেকথাও বলতে শোনা গিয়েছে শচীনকে। ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়ার পরেই তীব্র প্রতিবাদ করে সরব হয়েছেন মাস্টার ব্লাস্টার। 

[আরও পড়ুন: বিরাটকে ছাড়াই টি-২০ বিশ্বকাপের দল গঠন?, বড় মন্তব্য করে দিলেন প্রাক্তন তারকা]

সোমবার একটি ভিডিও প্রকাশ করেন শচীন। বিরক্তিকর ভিডিও নিয়ে ক্ষুব্ধ কিংবদন্তি জানান, তাঁর ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে বলা হচ্ছে, ‘স্কাইওয়ার্ড অ্যাভিয়েটর কোয়েস্ট’ নামে একটি অনলাইন গেমিং অ্যাপের প্রচার করছেন মাস্টার ব্লাস্টার। নকল শচীনকে এটাও বলতে দেখা যাচ্ছে যে, এই অ্যাপ ব্যবহার করে প্রচুর উপার্জন করছেন করছেন তাঁর কন্যা সারা। ভুয়ো ভিডিওটিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন শচীন। 

নেটিজেনদের কাছে শচীনের আবেদন, “প্রযুক্তি ব্যবহার করে এমন ভুয়ো ভিডিও বানানো হয়েছে। তাই এই ভিডিও দেখলে অবশ্যই তার বিরুদ্ধে রিপোর্ট করুন। কোনও অভিযোগ জমা পড়লে তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করতে হবে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকেও। তাঁদের তরফে কোনও ব্যবস্থা না নিলে এমন ডিপফেক ভিডিও আরও বেশি ছড়িয়ে পড়বে।” উল্লেখ্য, গত বছরই ডিপফেকের কবলে পড়েছিলেন দেশের একাধিক বিখ্যাত ব্যক্তিত্ব। 

[আরও পড়ুন: বিরাটের সঙ্গে ব্যাট করার অভিজ্ঞতা কেমন ছিল? ‘যশ’ ছড়িয়ে জানালেন যশস্বী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ