Advertisement
Advertisement

Breaking News

BCCI

ঘোষিত কিউয়িদের বিরুদ্ধে সিরিজের সূচি, কবে থেকে শুরু ঘরোয়া মরশুম?

নতুন বছরের প্রথম ওয়ানডে কবে খেলবে টিম ইন্ডিয়া?

Schedule of series against Kiwis announced, when is the domestic season going to start?
Published by: Prasenjit Dutta
  • Posted:June 14, 2025 11:09 pm
  • Updated:June 15, 2025 1:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছরের শুরুতেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে খেলবে টিম ইন্ডিয়া। পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের পাশাপাশি তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। শনিবার অ্যাপেক্স কাউন্সিলের মিটিংয়ে এই সিরিজের দিনক্ষণ ঠিক হয়ে গেল। তাছাড়াও জানা গেল, কবে থেকে শুরু হতে চলেছে ঘরোয়া মরশুম।

Advertisement

পরের বছর ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে কিউয়িদের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ। তিনটি ওয়ানডে হবে বরোদা, রাজকোট এবং ইন্দোরে। পাঁচটি টি-টোয়েন্টি হবে নাগপুর, রায়পুর, গুয়াহাটি, ভাইজাগ এবং তিরুঅনন্তপুরমে। পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টির ম্যাচের তারিখ ৩১ জানুয়ারি।

ওয়ানডে ম্যাচগুলি হবে যথাক্রমে বরোদা (১১ জানুয়ারি), রাজকোট (১৪ জানুয়ারি) এবং ইন্দোরে (১৮ জানুয়ারি)। টি-টোয়েন্টিগুলি হবে নাগপুর (২১ জানুয়ারি), রায়পুর (২৩ জানুয়ারি), গুয়াহাটি (২৫ জানুয়ারি), ভাইজাগ (২৮ জানুয়ারি) এবং তিরুঅনন্তপুরমে (৩১ জানুয়ারি)।

কখন শুরু হবে ঘরোয়া মরশুম? এর উত্তরও মিলেছে। ২০২৫-২৬ ঘরোয়া মরশুম ২৮ আগস্ট দলীপ ট্রফি দিয়ে শুরু হবে। যার শেষ সিনিয়র মহিলা ইন্টার-জোনাল মাল্টি-ডে ট্রফি দিয়ে শেষ হবে। জানা গিয়েছে, দুই পর্বে হবে রনজি ট্রফি। প্রথম পর্ব হবে ১৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর। দ্বিতীয় পর্ব ২২ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি এবং নকআউট পর্ব ৬ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি। দলীপ এবং মহিলাদের চ্যালেঞ্জার্স ট্রফি হবে জোনাল ফরম্যাটে। এরজন্য গঠন হবে ছ’টি আঞ্চলিক দল। সেই দল বাছার দায়িত্বে থাকবেন জোনাল নির্বাচক কমিটির সদস্যরা। তাছাড়াও ইরানি কাপ চলবে ১-৫ অক্টোবর পর্যন্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement