Advertisement
Advertisement

Breaking News

Shaheen Afridi

‘ফিট ছিলেন না শাহিন’, বিশ্বকাপে ভারতের কাছে হারের পর সাফাই প্রাক্তন পাক ক্রিকেটারদের

ভারতের বিরুদ্ধে ৩৪ রান দিয়ে একটাও উইকেট পাননি শাহিন আফ্রিদি।

Shaheen Afridi was unfit, says former Pakistani cricketers | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 24, 2022 10:17 am
  • Updated:October 24, 2022 10:17 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের (T20 World Cup) ম্যাচে খেলতে নামার আগে ফিটই ছিলেন না পাক পেসার শাহিন আফ্রিদি (Shaheen Afridi)! এমনই দাবি করলেন প্রাক্তন পাক ক্রিকেটারদের একাংশ। মিসবা উল হক, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস- সকলেরই দাবি, আনফিট অবস্থায় ভারতের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন পাক দলের প্রধান বোলার। সেই জন্যই বিশ্বকাপের ম্যাচে একেবারেই জ্বলে উঠতে পারেননি তিনি। শুধু ভারত-পাক ম্যাচই নয়, বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলিতেও শাহিনের অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন পাক ক্রিকেটাররা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে (India vs Pakistan) হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পেয়েছে ভারত। কিন্তু পাকিস্তানের প্রধান বোলার শাহিন একটাও উইকেট তুলতে পারেননি। উলটে ৩৪ রান দিয়েছেন। তাঁর এক ওভারে তিনটি চার মেরেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন বিরাট কোহলি। এই পারফরম্যান্স দেখার পরে ওয়াকার ইউনিস বলেছেন, “একেবারেই ম্যাচ প্র্যাকটিস পায়নি শাহিন। চোট সারিয়ে ফেরার পর শুধুমাত্র প্রস্তুতি ম্যাচে মাত্র ছয় ওভার বল করেছে ও। তাই নেটে যতই ভাল বোলিং করুক না কেন, ম্যাচ প্র্যাকটিস ছাড়া ভারত-পাকিস্তান ম্যাচে খেলতে নামা ঠিক নয়।” একই কথা বলেছেন ওয়াসিম আক্রমও।

Advertisement

[আরও পড়ুন: চোখের অস্ত্রোপচার সেরে কালীপুজোর দিনই কলকাতায় অভিষেক, বিমানবন্দরে তৃণমূল কর্মীদের ভিড়]

পাক পেসারের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন শোয়েব মালিক। ভারতের বিরুদ্ধে শাহিনের পারফরম্যান্স দেখার পরে তাঁর মত, “ফিট থাকলে শাহিন ১৪৫ কিলোমিটার গতিতে বল করে। কিন্তু ভারতের বিরুদ্ধে ১৩৫এর বেশি গতি ছিল না শাহিনের। তার একটা কারণ হতেই পারে, সম্পূর্ণভাবে ফিট নয় ও। ” পাক অলরাউন্ডার আরও বলেছেন, “হাঁটুতে চোট পাওয়ার পরে শাহিনের দৌড়টাও কিছুটা পালটে গিয়েছে। রান আপে খানিকটা খোঁড়াচ্ছিল শাহিন। তাই আমার মনে হয় শাহিন একশো শতাংশ ফিট ছিল না।”

Advertisement

চোট সারিয়ে ফিরে আসার পরে মানসিক ভাবেও কিছুটা দুর্বল হয়ে পড়েছেন শাহিন, এমনটাও মনে করছেন পাক কিংবদন্তি ওয়াসিম আক্রম। তিনি বলেছেন, “আমি নিজে কোনওদিন হাঁটুতে চোট পাইনি। কিন্তু পেসাররা হাঁটুতে চোট পেলে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। সেটা কাটিয়ে ওঠা বেশ কঠিন ব্যাপার।” তবে শাহিন আফ্রিদির চোট নিয়ে পাক ক্রিকেট বোর্ডের ভূমিকা বারবার প্রশ্নের মুখে পড়েছে। তারকা পেসারের চোটের চিকিৎসা করাতে অহেতুক দেরি করেছে বোর্ড, এমন অভিযোগও উঠেছে।

[আরও পড়ুন: ধেয়ে আসছে সিত্রাং, কালীপুজোয় প্রবল দুর্যোগের আশঙ্কা, কোথায় অবস্থান ঘূর্ণিঝড়ের?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ