BREAKING NEWS

৯ আশ্বিন  ১৪৩০  বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

Sourav Ganguly: রোহিতের এশিয়ার সেরা টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানালেন মহারাজ, কী লিখলেন?

Published by: Sabyasachi Bagchi |    Posted: September 18, 2023 7:43 pm|    Updated: September 18, 2023 7:43 pm

Sourav Ganguly intriguing reaction after Team Indias Asia Cup win। Sangbad Pratidin

এশিয়ার সেরা ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে (Asia Cup Final 2023) টিম ইন্ডিয়াকে (Team India) অনেকেই ফেভারিট হিসেবে ধরেছিল। তবে তাই বলে শ্রীলঙ্কা (Sri Lanka) এভাবে ল্যাজেগোবরে হবে সেটা কেন জানত। অষ্টমবারের জন্য এশিয়া সেরা হওয়ার পর ভারতীয় দলের ভূয়সী প্রশংসা করলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

এশিয়া কাপ শুরুর আগেই সৌরভ বলেছিলেন এই ভারতীয় দল খুবই শক্তিশালী। চ্যাম্পিয়ন হওয়ার প্রধান দাবিদার। আর ভারত এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর কার্যত সেই কথাই আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন সৌরভ। নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে সৌরভ লিখেছেন, ‘আমি শুরুতেই বলেছিলাম.. এটি খুবই শক্তিশালী একটি দল.. পুরো টুর্নামেন্ট জুড়ে ওরা অসাধারণ ছিল.. ওয়েল ডান টিম ইন্ডিয়া.. রোহিত শর্মার এটি দ্বিতীয় এশিয়া কাপ শিরোপা.. ওয়েল ডান রোহিত, দ্রাবিড়, সাপোর্ট স্টাফ, নির্বাচক এবং বিসিসিআই-এর সব সদস্যরা।’

[আরও পড়ুন: এশিয়ার সেরা হয়েই খুনসুটিতে মাতলেন বিরাট-ঈশান, দেখুন ভাইরাল ভিডিও]

I said at the start .. this is a very strong team .. they looked superb throughout ..well done team india.. Rohit sharma second Asia cup title .. well done Rohit , Dravid , support staff selectors and all the team members @bcci

— Sourav Ganguly (@SGanguly99) September 17, 2023

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দাসুন শনাকা। তবে সেটা কাজে লাগেনি। শুরুতে বিপক্ষকে ধাক্কা দেন জশপ্রীত বুমরাহ। তিনি রানে তিন উইকেট নেন হার্দিক। এরপর শুধুই বাইশ গজ জুড়ে মহম্মদ সিরাজের ম্যাজিক স্পেল। ২১ রানে ৬ উইকেট নেওয়ার সুবাদে মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৬.১ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫১ রান তুলে নেয় ভারত। অপরাজিত থাকেন শুভমান গিল (২৭*) ও ঈশান কিষান (২৩*)। ফলে এই নিয়ে সর্বাধিক অষ্টম বার এশিয়ার সেরা হল ভারত। একইসঙ্গে অধিনায়ক হিসেবে দুটি এশিয়া কাপ জিতল টিম ইন্ডিয়া। ২০১৮ সালের পর ফের একবার চ্যাম্পিয়ন হল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড।

[আরও পড়ুন: ‘লক্ষ্মণের এনসিএ কী করছে? কেন বারবার চোট পাবে শ্রেয়স?’ বিস্ফোরণ ঘটালেন গম্ভীর]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে