Advertisement
Advertisement
Steve Smith

WTC ফাইনালে আঙুলের হাড় সরল স্মিথের, তড়িঘড়ি পাঠানো হল হাসপাতালে

স্মিথ আর ব্যাট না করলেও ফিল্ডিংয়ে তাঁর অনুপস্থিতি নিশ্চয়ই অনুভব করছে অজিরা।

Steve Smith dislocates finger on Day 3 in WTC final vs South Africa
Published by: Arpan Das
  • Posted:June 13, 2025 9:41 pm
  • Updated:June 13, 2025 9:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: WTC ফাইনালে অস্বস্তিতে অস্ট্রেলিয়া। চায়ের বিরতির আগেই আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন স্টিভ স্মিথ। আপাতত জানা যাচ্ছে, ডান হাতের কড়ে আঙুলের হাড় সরে গিয়েছে তাঁর। চোট আরও গুরুতর কি না, সেটা জানার জন্য দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার ২৮২ রানের লক্ষ্য ধাওয়া করছে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের শুরুতেই রায়ান রিকেলটনকে আউট করে ধাক্কা দেন মিচেল স্টার্ক। সেখান থেকে প্রোটিয়াদের এগিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেন মার্করাম ও মুল্ডার। স্টার্ক এরপর মুল্ডারকেও ফেরালে নামেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

চায়ের বিরতির ঠিক আগে বাভুমা একটি শর্ট বল লেগ সাইডে খেলতে যান। কিন্তু ব্যাটের কানায় লেগে তা চলে যায় স্লিপের দিকে। স্মিথ ক্যাচটি ধরতে গিয়েও ব্যর্থ হন। তখনই হাতে চোট লাগে অজি তারকার। দ্রুত তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায়, ৩৬ বছর বয়সি ক্রিকেটারের ডান হাতের কড়ে আঙুলের হাড় সরে গিয়েছে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক্স রে’র পর তাঁর চিকিৎসা শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রথম ইনিংসে স্মিথ করেন ৬৬ রান করেন। দ্বিতীয় ইনিংসে করেন ১৩ রান। স্মিথ আর ব্যাট করতে নামবেন না ঠিকই, কিন্তু ফিল্ডিংয়ে তাঁর অনুপস্থিতি নিশ্চয়ই অনুভব করছে অজিরা। তবে শুধু লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নয়, এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর আছে অস্ট্রেলিয়ার। সেখানে স্মিথ খেলতে পারবেন কি না, সেই প্রশ্ন এখন থেকেই উঠতে শুরু করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement