Advertisement
Advertisement
T-20 World Cup

পাক ম্যাচের আগে অনুশীলনে গড়িমসি! কোহলিদের উপর চরম ক্ষুব্ধ গাভাসকর

পাকিস্তান অবশ্য অনুশীলনে কোনও খামতি রাখছে না।

T-20 World Cup: Furious Sunil Gavaskar asks team India, ‘why don’t you train | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 22, 2022 7:00 pm
  • Updated:October 22, 2022 7:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের প্রথম ম্যাচ। তাও আবার পাকিস্তানের বিরুদ্ধে। অথচ এ হেন ম্যাচের আগে অনুশীলনে অনীহা! টিম ইন্ডিয়ার (Team India) সিদ্ধান্তে ক্ষুব্ধ কিংবদন্তি সুনীল গাভাসকর। তাঁর সাফ কথা, এ হেন মেগাম্যাচের আগে অনুশীলনে কোনও রকম গাফিলতি সমর্থনযোগ্য নয়।

আসলে ব্রিসবেন থেকে মেলবোর্নে যাওয়ার পর বৃহস্পতিবার অনুশীলনে ছাড় দিয়েছিলেন রোহিতরা (Rohit Sharma)। সেদিন ক্রিকেটারদের ছুটি দেওয়া হয়। শুক্রবার আবার অনুশীলন রাখা হয় ঐচ্ছিক। অর্থাৎ বাধ্যতামূলক অনুশীলন রাখা হয়নি। যার ফলে অধিনায়ক রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) এবং দীনেশ কার্তিক ছাড়া ব্যাটারদের মধ্যে আর কেউই সেভাবে অনুশীলনে নামেননি। বিরাট কোহলি (Virat Kohli), কে এল রাহুলদেরও দেখা যায়নি অনুশীলন করতে। সেটাই আসলে রাগের কারণ গাভাসকরের। টিম ম্যানেজমেন্টের ঐচ্ছিক অনুশীলন রাখার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না তিনি।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপের প্রতিম্যাচেই বদলাতে পারে ভারতের প্রথম একাদশ! ইঙ্গিত দিয়ে রাখলেন রোহিত]

ভারতীয় দলের অনুশীলন প্রসঙ্গে গাভাসকর বলছেন,”আমি এর কোনও যুক্তি খুঁজে পাচ্ছি না। এটা সমর্থনও করতে পারছি না। কারণ একে এ হেন বড় টুর্নামেন্টের শুরু, তার উপর আবার তোমাদের অনুশীলন ম্যাচ বাতিল হয়ে গিয়েছে। মাঝে একদিন অনুশীলন করা যায়নি, তারপরও কেন অনুশীলনে ছাড়! এত ছুটির পরও কেন কেউ অনুশীলনে নামবেন না!” ঘটনাচক্রে ভারতীয় দল যেখানে ঐচ্ছিক অনুশীলন সেশন রেখেছিল, সেখানে পুরো পাক দলই শুক্রবার অনুশীলন করেছে। যা দেখে ক্ষুব্ধ ভারতীয় সমর্থকদের একাংশ।

[আরও পড়ুন: পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে টিম ইন্ডিয়া? বিতর্কের মাঝেই মুখ খুললেন রোহিত শর্মা]

উল্লেখ্য, বড় টুর্নামেন্টে পাকিস্তান ভারতকে হারাতে পারবে না, এই মিথ ২০২১ সালেই ভেঙে গিয়েছে। গতবছর টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup) পাকিস্তানের বিরুদ্ধে একপেশেভাবে হেরেছে ভারত। শুধু তাই নয়, সদ্য এশিয়া কাপেও পাক দলের বিরুদ্ধে একটি ম্যাচে হারতে হয়েছে রোহিত শর্মাদের। স্বাভাবিকভাবেই এবারের বিশ্বকাপের ম্যাচের আগে বাড়তি চাপ থাকবে রোহিতদের উপর। আর সেটা নিয়ে চিন্তিত প্রাক্তনরাও। এরই মধ্যে ক্রিকেটারদের অনুশীলনে গড়িমসির খবর প্রকাশ্যে এলে প্রশ্ন তো উঠবেই।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement