Advertisement
Advertisement

Breaking News

Team India

অশান্ত বাংলাদেশে দীর্ঘ সফর টিম ইন্ডিয়ার, একনজরে পড়শি দেশে রোহিতদের সূচি

গত আগস্টে শেখ হাসিনার পতনের পর দুই দেশের রাজনৈতিক সম্পর্কে বৈরিতা তৈরি হয়েছে।

Team India will tour Bangladesh to play a limited-overs cricket series.

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:April 15, 2025 4:08 pm
  • Updated:April 15, 2025 4:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমিত ওভারের ক্রিকেট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে যাবে টিম ইন্ডিয়া। মঙ্গলবার বিসিসিআই এ কথা ঘোষণা করেছে। আগামী আগস্টে দুই দলের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে ভারত এই সিরিজ খেলতে গেলে নিরাপত্তাজনিত কোনও সমসা হবে না তো? উঠছে প্রশ্ন।

এশিয়া কাপের প্রস্তুতির জন্য এই সিরিজকে দেখা হচ্ছে বলে ক্রিকেট মহল মনে করছে। উল্লেখ্য, এশিয়া কাপ শুরু হচ্ছে সেপ্টেম্বরে। জানা গিয়েছে, ১৩ আগস্ট বাংলাদেশ পৌঁছবে ভারতীয় দল। ১৭ আগস্ট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। একই ভেন্যুতে পরের ম্যাচ ২০ আগস্ট। ২৩ আগস্ট চট্টগ্রামে রয়েছে সিরিজের শেষ ওয়ানডে।

Advertisement

২৬ আগস্ট থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ চট্টগ্রামে। শেষ দু’টি ম্যাচ যথাক্রমে ২৯ এবং ৩১ আগস্ট, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। উল্লেখ্য, ভারত শেষবার বাংলাদেশ সফরে গিয়েছিল ২০২২ সালে। ওই সিরিজে দুই দল ৩টি ওয়ানডে এবং ২টি টেস্ট খেলেছিল। যদিও গত আগস্টে শেখ হাসিনার পতনের পর দুই দেশের রাজনৈতিক সম্পর্কে বৈরিতা তৈরি হয়েছে। এহেন পরিস্থিতিতে বাংলাদেশের মাটিতে ভারতীয় ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

৪ আগস্ট ইংল্যান্ডে টেস্ট সিরিজ শেষ করে বাংলাদেশ রওনা দেবেন রোহিত শর্মারা। এরপরই এশিয়া কাপ শুরুর কথা। আর ভারত ঘরের মাঠে অক্টোবরে খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ২ অক্টোবর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু। এরপর নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে টিম ইন্ডিয়া। ভারত দু’টি হোম সিজনের মাঝে অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওয়ানডে এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ক্রিকেট অস্ট্রেলিয়া এপ্রিলের শুরুতে সিরিজের সময়সূচি ঘোষণা করেছে। ১৯ অক্টোবর থেকে ওয়ানডে এবং ২৯ অক্টোবর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু।

ভারতের বাংলাদেশ সফর

ওয়ানডে
প্রথম ম্যাচ: ১৭ আগস্ট, মিরপুর
দ্বিতীয় ম্যাচ: ২০ আগস্ট, মিরপুর
তৃতীয় ম্যাচ: ২৩ আগস্ট, চট্টগ্রাম

টি-টোয়েন্টি
প্রথম ম্যাচ: ২৬ আগস্ট, চট্টগ্রাম
দ্বিতীয় ম্যাচ: ২৯ আগস্ট, মিরপুর
তৃতীয় ম্যাচ: ৩১ আগস্ট, মিরপুর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement