সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটের নতুন তারকা বলে ধরা হচ্ছে বৈভব সূর্যবংশী। আইপিএল হোক বা দেশের জার্সিতে, বিস্ময় প্রতিভার সোনালি ফর্ম অব্যাহত। স্বাভাবিকভাবেই কোটি-কোটি বিজ্ঞাপনের প্রস্তাব এসেছে তার সামনে। তাতে আয়ের উপায় যেমন আছে, তেমনই প্রলোভনের ফাঁদে পা দিয়ে হারিয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। ১৪ বছর বয়সি তারকাকে ‘রক্ষা’ করতে আসরে রাহুল দ্রাবিড়। সেই প্রসঙ্গে উঠেছে পৃথ্বী শ’র প্রসঙ্গ।
বৈভব সূর্যবংশী ও রেকর্ড, এ যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৫২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছে। তৈরি করেছে বিশ্বরেকর্ডও। আইপিএলে সাত ম্যাচে সুযোগ পেয়েছিল বৈভব। সব মিলিয়ে তার নামের পাশে ছিল ২৫২ রান। গড় ৩৬। তার মধ্যে একটা সেঞ্চুরি এসেছিল ৩৫ বলে। ২০৬.৫৬ স্ট্রাইক রেটে ব্যাট করেছিল ১৪ বছরের এই তারকা। আইপিএলে সবচেয়ে কম বয়সে অভিষেক করে নজির গড়ে বৈভব। প্রচুর বিজ্ঞাপনের প্রস্তাবও এসেছিল তখন। সেই সময় রাহুল দ্রাবিড় যেভাবে তাঁকে আগলে রেখেছিলেন, সেই বিষয়টি খোলসা করলেন রবি শাস্ত্রী।
তিনি জানান, “আমি কুমার সঙ্গকারার সঙ্গে কথা বলছিলাম। ও বলছিল, প্রচুর বিজ্ঞাপনের প্রস্তাব এসেছিল বৈভবের জন্য। কিন্তু ওর কাছে রাহুল দ্রাবিড়ের মতো একজন আশ্রয়দাতা আছে। যে কোচের পাশাপাশি জীবনের শিক্ষকও। দ্রাবিড় চেয়েছে, বৈভব যেন সবসময় মাটির কাছাকাছি থাকে। এই বয়সটা খুব গুরুত্বপূর্ণ। তেণ্ডুলকর ইতিমধ্যেই বেঞ্চমার্ক তৈরি করে দিয়েছে। অনেকে হারিয়ে যায়। ফলে সাবধানে সামলাতে হয়।”
সেই প্রসঙ্গে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটন বলছেন, “শুভমান গিলকে দেখুন। ওদের সময়ের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পৃথ্বী শ’কে নিয়ে চর্চা হয়েছিল বেশি। কিন্তু পরে ওর মাথা ঘুরে যায়।” একসময় পৃথ্বীকে ভারতের নতুন তারকা বলে ধরা হত। তুলনা হয়েছিল শচীন তেণ্ডুলকরের সঙ্গেও। কিন্তু ভারতীয় ক্রিকেটের মূল বৃত্ত থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন পৃথ্বী শ। বাদ পড়েছেন মুম্বইয়ের রনজি দল থেকেও। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলার অভাব, ওজন নিয়ে সচেতনতার অভাবের মতো অভিযোগ রয়েছে। বারবার বিতর্কে জড়িয়েছেন। দেশের ক্রিকেটভক্তরা আশা করছেন, বৈভবকে ‘রক্ষা’ করবেন দ্রাবিড়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.