ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে কেরিয়ারের সেরা ফর্মে তিনি। টি-২০ এবং ওয়ানডে দুই ফরম্যাটেই দাপিয়ে খেলছেন। তা সত্ত্বেও আক্ষেপ যাচ্ছে না বরুণ চক্রবর্তীর। ভারতীয় দলের রহস্য স্পিনার মেনে নিচ্ছেন, দেশের হয়ে টেস্ট খেলার ইচ্ছা রয়েছে তাঁর। কিন্তু সে ইচ্ছা হয়তো কোনওদিনই পূরণ হবে।
বরুণ চক্রবর্তী এক সাক্ষাৎকারে বলছেন, “আমার টেস্ট খেলার ইচ্ছা আছে। কিন্তু আমার বোলিংয়ের ধরন টেস্টের মতো নয়। তাই হয়তো কোনও দিন ভারতের হয়ে টেস্ট খেলতে পারব না।” কেন টেস্ট খেলতে পারবেন না? বরুণ নিজের সীমাবদ্ধতা জানেন। তিনি বলছেন, “আমার বলের ধরন ঠিক টেস্ট ফরম্যাটের উপযুক্ত নয়। আমার বল অনেকটা মিডিয়াম পেসের মতো। টেস্ট ক্রিকেটে টানা ২০-৩০ ওভার বল করতে হয়। সেটা আমার নেই। আমি জোরে বল করি। তাই সর্বোচ্চ ১০-১৫ ওভার বল করতে পারি।”
এই মুহূর্তে টি-২০ এবং ওয়ানডে-তে দারুণ ছন্দে বরুণ। সদ্য দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে অনবদ্য পারফর্ম করেছেন। দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে বড় ভূমিকা নিয়েছেন। মাত্র ৩ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। আসলে তাঁর মতো রহস্য স্পিনাররা যতটা সীমিত ওভারের ক্রিকেটে সফল হন, ততটা টেস্টে নয়। সেটা ভালোই জানেন বরুণ। সেকারণেই সম্ভবত তিনি বলছেন, “আমি আপাতত টি-টোয়েন্টি ও এক দিনের ক্রিকেটের দিকেই নজর দিচ্ছি।”
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির পর বরুণ এবার আইপিএলে কেকেআরের হয়ে খেলবেন। গত মরশুমে নাইটদের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। এবারও বরুণের কাছ থেকে একই রকম পারফরম্যান্সের আশায় নাইটরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.