Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli: এশিয়া কাপ-বিশ্বকাপের আগে ফিটনেসের কোন নতুন নজির গড়লেন ‘কিং কোহলি’?

ফের শীর্ষে বিরাট কোহলি।

Virat Kohli beams after finishing Yo Yo test between dreaded cones 17.2 done। Sangbad Pratidin

ইয়ো-ইয়ো টেস্টে ফের নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 24, 2023 1:53 pm
  • Updated:August 29, 2023 12:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু ভারতীয় দল নয়, এই মুহূর্তে ক্রিকেট দুনিয়ায় অন্যতম ফিট ক্রিকেটার হলেন বিরাট কোহলি (Virat Kohli)। সেটা ফের একবার প্রমাণ করে দিলেন টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকা। এতদিন ইয়ো-ইয়ো টেস্টের (Yo Yo Test) সেরা পারফরম্যান্স ছিল ১৬। কয়েক বছর আগে মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) ও হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সঙ্গে পাল্লা দিয়ে বিরাট ১৬ ইয়ো ইয়ো টেস্ট পূর্ণ করেছিলেন। এবার নিজের পুরনো রেকর্ড ভেঙে দিলেন ‘কিং কোহলি’ (King Kohli)। বৃহস্পতিবার অর্থাৎ ২৪ আগস্ট ১৭.২ ইয়ো-ইয়ো টেস্ট পূর্ণ করলেন বিরাট। যা শুধু ভারতের নয়, আন্তর্জাতিক মঞ্চেও একটি বিশেষ রেকর্ড।

ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাট লিখেছেন, ‘ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি ও চ্যালঞ্জের মধ্যে ইয়ো-ইয়ো পরীক্ষা শেষ করার মজা আলাদা। ১৭.২ সম্পন্ন করলাম।’ ফলে এই পোস্টের মধ্য দিয়েই বিরাট বুঝিয়ে দিলেন যে তাঁর ফিট‌নেস বাকিদের থেকে একেবারে আলাদা।

Advertisement

[আরও পড়ুন: ‘ও তো দেশের সেরা স্পিনার’, এশিয়া কাপের দলে তারকাকে না দেখে ক্ষুব্ধ হরভজন]

এশিয়া কাপের (Asia Cup 2023) আগে এই মুহূর্তে ভারতীয় দল বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy) রয়েছে। সেখানে অন্য তারকাদের সঙ্গে প্রস্তুতি ব্যস্ত বিরাট। সেখান থেকেই ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ফিটনেসের আপডেট দিলেন। ফের বুঝিয়ে দিলেন যে, তাঁর ফিটনেস লেভেল বাকিদের থেকে একেবারে আলাদা।

Advertisement
Virat Kohli
ইন্সটাগ্রাম স্টোরিতে নিজের ইয়ো-ইয়ো টেস্টের ফল জানিয়ে দিলেন বিরাট।

অধিনায়ক থাকার সময় বিরাট ভারতীয় ক্রিকেটে ফিটনেস বিপ্লব এনেছিলেন। তাঁর সময়েই প্রত্যেক ক্রিকেটারের জন্য ইয়ো-ইয়ো টেস্ট বাধ্যতামূলক করেছিল বিসিসিআই। সেই ধারা এখনও চলে আসছে। টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপাতে হলে ইয়ো ইয়ো টেস্টে পাশ করা বাধ্যতামূলক। এশিয়া কাপের প্রস্তুতি শিবিরের শুরুতেই ক্রিকেটারদের এই পরীক্ষা নেওয়া হয়। এবার নিজের ইয়ো-ইয়ো টেস্টের ফল সকলকে জানান বিরাট।

ভারতীয় দলের ক্রিকেটারদের জন্য নতুন ফিট‌নেস পরিকল্পনা করা হয়েছে। ফিজিওথেরাপিস্ট এবং প্রশিক্ষকদের সঙ্গে কথা বলেই গোটা প্রোগ্রামটি তৈরি করেছে এনসিএ। প্রস্তুতি শিবিরে ক্রিকেটারদের ফিটনেসের লেভেল বুঝে নেওয়াই এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল।

[আরও পড়ুন: ব্রিজভূষণ বিতর্কের জেরে! কুস্তি ফেডারেশনকে সাসপেন্ড করল বিশ্ব নিয়ামক সংস্থা]

এদিন থেকে এশিয়া কাপের প্রস্তুতি শুরু হল টিম ইন্ডিয়ার। কোচ রাহুল দ্রাবিড় এবং তাঁর সহকারীরা রয়েছেন সেখানে। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁদের। ২৯ আগস্ট পর্যন্ত চলবে অনুশীলন। এশিয়া কাপ শুরু ৩০ আগস্ট থেকে। ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের অভিযান শুরু করবে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। গোটা ক্রিকেট দুনিয়া শুধু বিরাটের ফিটনেস নয়, তাঁর ব্যাটের দিকেও তাকিয়ে রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ