BREAKING NEWS

১৪ জ্যৈষ্ঠ  ১৪৩০  সোমবার ২৯ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

প্রথম এশিয়ান অ্যাথলিট হিসেবে বিরাট নজির কোহলির, পিছনে ফেললেন নেইমার-এমবাপেকে!

Published by: Sulaya Singha |    Posted: May 26, 2023 4:12 pm|    Updated: May 26, 2023 4:12 pm

Virat Kohli becomes only Indian with 250 million Instagram followers | Sangbad Pratidin

ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ গজে ফর্মে ফিরে ফের অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন বিরাট কোহলি। চলতি আইপিএলে দুরন্ত ছন্দে ধরা দিয়ে নয়া রেকর্ডের মালিক হয়ে গিয়েছেন আরসিবি তারকা। তবে শুধুই মাঠে নয়, মাঠের বাইরেও অনন্য নজির গড়লেন কোহলি (Virat Kohli)।

কী রেকর্ড গড়লেন কোহলি? তিনিই প্রথম ভারতীয় তথা এশিয়ান অ্যাথলিট, যাঁর ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ২৫০ মিলিয়ন পেরিয়ে গেল। অর্থাৎ এই সোশ্যাল প্ল্যাটফর্মে তাঁর অনুরাগীর সংখ্যা ২৫ কোটিরও বেশি। এখনও পর্যন্ত ভক্তদের জন্য ইনস্টাগ্রামে (Instagram) ১৬০২টি পোস্ট করেছেন। কখনও খেলার মাঠ, কখনও ফিটনেস তো কখনও আবার স্ত্রী অনুষ্কা ও মেয়ে ভামিকার সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি, ভিডিও পোস্ট করেন তিনি। তাঁর বিষয়ে আপ টু ডেট থাকতে ভালবাসেন ফ্যানেরাও। ফলোয়ারের সংখ্যাই সে প্রমাণ দিচ্ছে। এহেন নজির গড়ে তিনি পিছনে ফেলে দিয়েছেন নেইমার, কিলিয়ান এমবাপে, ডেভিড বেকহ্যাম, করিম বেঞ্জেমাদের মতো তারকা অ্য়াথলিটদের।

[আরও পড়ুন: নেই কূটনৈতিক পাসপোর্ট, ৩ বছর আমজনতার মতো বিদেশ সফর রাহুলের, ছাড়পত্র]

Virat

ইনস্টাগ্রামে কোনও স্পনসরড পোস্টের জন্যও ভারতীয়দের মধ্য়ে তাঁর দরই সবচেয়ে বেশি। এক-একটি পোস্টের জন্য কোটি কোটি টাকা পান তিনি। জনপ্রিয় অ্যাথলিটদের তালিকায় গোটা বিশ্বে সবচেয়ে বেশি ফলোয়ার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগী ৫৮৫ মিলিয়ন। তাঁর পরই রয়েছেন লিও মেসি (৪৬১ মিলিয়ন)। তৃতীয় স্থানে থাকা ডোয়েন জনসনের (৩৮০ মিলিয়ন) পরই জায়গা করে নিয়েছেন কোহলি। পাশাপাশি এই প্ল্যাটফর্মে সেলেবদের তালিকায় সার্বিক ভাবে কোহলি রয়েছেন ১৩ নম্বরে। অভিনেত্রী-গায়িকা জেনিফার লোপেজকেও (২৪৫ মিলিয়ন) পিছনে ফেলে দিয়েছেন তিনি।

আইপিএল থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন। তাই আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য লন্ডন পৌঁছে গিয়েছেন তিনি। আগামী ৭ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া।

[আরও পড়ুন: টাকা জমা দিয়েছে? তৃণমূলের নবজোয়ারে পুলিশ মোতায়েন নিয়ে মামলা শুভেন্দুর]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে