Advertisement
Advertisement
Virat Kohli Hotel Video

হোটেল কাণ্ডে বিরাটকে অভিযোগ জানানোর অনুরোধ BCCI-এর, কী বললেন কোহলি?

ভাইরাল ভিডিও ঘিরে কোহলির পাশে দাঁড়িয়েছেন বহু তারকা।

Virat Kohli not interested to lodge complain against Australia hotel | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 1, 2022 1:26 pm
  • Updated:November 2, 2022 8:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রলিয়ার হোটেলে বিরাট কোহলির (Virat Kohli) ঘরের ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছিল গোটা ক্রিকেট দুনিয়ায়। এবার সেই ঘটনায় পদক্ষেপ করার সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট দল। সূত্র মারফত জানা গিয়েছে, গোটা ঘটনার পরে সরকারি ভাবে অভিযোগ দায়ের করতে অনুরোধ করা হয় বিরাটকে। ইনস্টাগ্রাম পোস্টে পুরো ঘটনাটি তুলে ধরলেও কারোওর বিরুদ্ধে কোনও অভিযোগ আনেননি বিরাট। তবে বিষয়টি জেনে ইতিমধ্যেই হোটেলের তিনজন কর্মীকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। তবে অভিযোগ দায়ের করার ব্যাপারে বিরাটের মতামত জেনে বেশ অবাক হয়েছে ওয়াকিবহাল মহল।

 সোমবার সকালে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন বিরাট। হোটেলের ঘরের প্রতিটি কোণা ঘুরিয়ে দেখানো হচ্ছে ভিডিওটির মাধ্যমে। সেখানে লেখা রয়েছে, “কিং কোহলির হোটেলের ঘর”। গোটা ঘর, লাগোয়া বাথরুম, জিনিসপত্র সমস্ত কিছু তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। এক কথায় বলতে গেলে, কোহলির ঘর ঠিক কেমন দেখতে, তার পরিষ্কার ধারণা পাওয়া যাবে এই ভিডিও দেখলে। বোঝাই যাচ্ছে, কোহলির অনুপস্থিতিতে কেউ তাঁর ঘরে ঢুকে সময় নিয়ে এই ভিডিওটি (Virat Hotel Video) তুলেছে।

Advertisement

[আরও পড়ুন: আগেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে মহামেডান, এবার ডার্বিও জিততে চায় সাদা-কালো শিবির]

এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন বিরাট। তারকা হলেও তাঁর গোপনীয়তাকে সম্মান করা উচিৎ, বলেন বিরাট কোহলি। তাঁর সপক্ষে বার্তা দেন স্ত্রী অনুষ্কা শর্মাও। বলিউড থেকে শুরু করে ক্রিকেট- বহু তারকাই বিরাটের পাশে দাঁড়িয়ে তাঁকে সমর্থন করেন। গোটা ঘটনায় ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে আইসিসিও। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এখনও এই প্রসঙ্গে সরকারিভাবে কিছু বলা হয়নি। 

Advertisement

ভারতীয় দলের সূত্র মারফত জানা যায়, মঙ্গলবার টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয় বিরাটের। সেখানে জিজ্ঞাসা করা হয়, হোটেলের বিরুদ্ধে তিনি কোনও অভিযোগ দায়ের করতে চান কিনা। তবে এই বিষয় নিয়ে আর মাথা ঘামাতে চান না কোহলি। তাই এই বিষয় নিয়ে কোহলির তরফ থেকে আর এগোন হবে না। ইতিমধ্যেই ক্রাউন পারথ হোটলের তিনজন কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। কোহলির কাছে ক্ষমা চেয়ে বিবৃতিও দিয়েছে ওই হোটেলের কর্তৃপক্ষ।

[আরও পড়ুন: পুণের অভিজাত হোটেলে আগুন, ক্ষতির মুখে জাহির খানের রেস্তরাঁও, ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ