Advertisement
Advertisement
Covid-19

ভারতের ‘উদারতা’র প্রশংসা কেভিন পিটারসেনের, প্রত্যুত্তর দিলেন প্রধানমন্ত্রী মোদিও

কী কথা হল দু'জনের?

'We believe that the world is our family': PM Narendra Modi replies to Kevin Pietersen | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:February 4, 2021 9:13 pm
  • Updated:February 4, 2021 9:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাইক্রো ব্লগিং সাইট টুইটারে আলোচনার অন্যতম বিষয়বস্তু এখন ভারতের কৃষি আন্দোলন। একদিকে যখন রিহানা (Rihana), গ্রেটা থুনবার্গরা কৃষি আন্দোলনের সমর্থনে মুখ খুলছেন, তখন শচীন-বিরাট-অক্ষয়রা আবার সেই টুইটের পালটা দিয়েছেন। এরকম পরিস্থিতিতে আবার প্রাক্তন ইংল্যান্ড (England) ক্রিকেটার কেভিন পিটারসেনের (Kevin Pietersen) মুখে শোনা গেল ভারত বন্দনা। যার আবার জবাব দিলেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

করোনা সংক্রমণ রুখতে বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে ভারত। করোনা আবহে বিশ্বের বহু দেশকে ওষুধপত্র, চিকিৎসার সরঞ্জামও পাঠানো হয়েছে। এবার করোনার ভ্যাকসিনও অন্যান্য দেশগুলোকে দেওয়া হচ্ছে। এর মধ্যেই গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকাতেও ভ্যাকসিন পাঠানো হয়েছে। সেই ছবিই টুইট করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। তারপরই পিটারসেনের ওই ভারত বন্দনা।

Advertisement

[আরও পড়ুন: ভারতীয় দলের টিম মিটিংয়েও কৃষক বিক্ষোভের আঁচ! বিস্ফোরক স্বীকারোক্তি বিরাটের]

টুইটারে কেপি লেখেন, “ভারতের উদারতা এবং মহত্ত্ব প্রতিদিন বাড়ছে। আমার অন্যতম প্রিয় দেশ।” পরবর্তীতে এরই জবাব দেন প্রধানমন্ত্রী মোদি। তিনি পালটা লেখেন, “ভারতের প্রতি তোমার ভালবাসা দেখে খুবই খুশি। আমরা বিশ্বাস করি গোটা পৃথিবীই আমাদের পরিবার। করোনার বিরুদ্ধে লড়াই আরও জোরাল করতে আমরা আমাদের ভূমিকাও সফলভাবে পালন করতে চাই।”

Advertisement

 

[আরও পড়ুন: আইপিএল খেলতে এবার প্রত্যেক অজি ক্রিকেটারকে নিতে হবে NOC, ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ