৯ আশ্বিন  ১৪৩০  বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

২ স্পিনার না ৩? ঈশান নাকি ভরত? দেখে নিন টেস্ট ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ

Published by: Sulaya Singha |    Posted: June 7, 2023 10:32 am|    Updated: June 7, 2023 10:37 am

WTC Final: India's Predicted XI vs Australia | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে টিম ইন্ডিয়া। গতবার বিরাট কোহলির নেতৃত্বে ফাইনালে নিউজিল্য়ান্ডের কাছে হেরে ট্রফি অধরা রয়ে গিয়েছিল। তবে এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে সেই স্বপ্নপূরণে মরিয়া অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু মেগা লড়াইয়ের আগে ভারতীয় শিবিরের বড় সমস্যা চোট। চোটের কারণে এবার দল পাচ্ছে না জশপ্রীত বুমরাহ, কেএল রাহুল, ঋষভ পন্থের মতো তারকাদের। আবার মঙ্গলবার অনুশীলনে আঙুলে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। যদিও শোনা যাচ্ছে, তাঁর চোট তেমন গুরুতর নয়। এমন পরিস্থিতিতে ভারতের প্রথম একাদশ কী হবে, ক’জন স্পিনার খেলানো হবে? মাঠে বল গড়ানোর কয়েক ঘণ্টা আগেও তা নিয়ে চলছে জোর চর্চা। চলুন দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ।

রোহিত শর্মা: চলতি বছর বর্ডার-গাভাসকর সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রোহিত। ওভালের সবুজ উইকেটে ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর কাঁধে নেতৃত্বের গুরু দায়িত্ব। তার উপর চোটের চোখ রাঙানি। সব মিলিয়ে কঠিন চ্যালেঞ্জের সামনে হিটম্যান।

[আরও পড়ুন: সমস্যা মেটার পথে? আলোচনার জন্য কুস্তিগিরদের আমন্ত্রণ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর]

শুভমান গিল: দুর্দান্ত ছন্দে রয়েছেন ভারতের তরুণ তুর্কি। আইপিএলে তিনটি সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেটপ্রেমীদের মন জিতেছেন। শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ১২৮ রানের ইনিংসও সকলের মনে টাটকা। এমন পরিস্থিতিতে ওপেনার হিসেবে তিনিই দলের সবচেয়ে বড় ভরসা।

চেতশ্বর পূজারা: সাসেক্সের হয়ে ভাল ফর্মে দেখা গিয়েছিল তাঁকে। বিদেশে বহু টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এই অভিজ্ঞতাই এবার কাজে লাগাতে পারেন কি না, সেটাই দেখার।

বিরাট কোহলি: খারাপ সময় কাটিয়ে নিজের চেনা ছন্দে ফিরেছেন কোহলি। সীমিত ওভারের পাশাপাশি গত মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে শতরান করে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। গতবার ফাইনালে ক্যাপ্টেন হিসেবে ব্যর্থ হয়েছেন ঠিকই, এবার ব্যাটার হিসেবে নিজেকে উজার করে দিতে চান তিনি।

অজিঙ্ক রাহানে: আইপিএলে ভাল ছন্দে দেখা গিয়েছে প্রাক্তন ভারতীয় সহ-অধিনায়ককে। লাল বলের অতীত রেকর্ডও ভাল। এবার বিলেতের মাটিতে তিনি কী করেন, সেদিকেই তাকিয়ে ক্রিকেট মহল।

কেএস ভরত: উইকেটের পিছনে কে থাকবেন? এ নিয়ে ধোঁয়াশা অব্যাহত। অভিজ্ঞতার দিক থেকে বিচার করলে এগিয়ে ভরত। ঈশান কিষানের এখনও টেস্টে অভিষেক ঘটেনি। তাই সামান্য হলেও এগিয়ে ভরত।

রবীন্দ্র জাদেজা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর সিরিজে নজরকাড়া পারফরম্যান্স ছিল জাদেজার। বিলেতেও ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর স্পিনই ভরসা।

আর অশ্বিন: দলের আরেক স্পিনার হিসেবে নির্দ্বিধায় যে নামটি থাকবে, তিনি অশ্বিন। বর্ডার-গাভাসকর সিরিজে সর্বোচ্চ উইকেটকিপারের মালিক তিনি। একাই তুলে নিয়েছিলেন ২৫টি উইকেট। বল ঘোরানোর পাশাপাশি ব্যাটিংয়েও তাঁকে ভরসা করা যায়।

মহম্মদ শামি: বর্তমানে তিনিই দলের পেস বিভাগের স্তম্ভ। আইপিএলে সর্বোচ্চ উইকেট নিয়ে পার্পল টুপির মালিক হয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজেও ছন্দে ছিলেন তিনি।

[আরও পড়ুন: পুরুলিয়ার রেল ক্রসিংয়ে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল রাজধানী! সাসপেন্ড গেটম্যান]

শার্দূল ঠাকুর/উমেশ যাদব: বিশেষজ্ঞদের অনেকেই চান, ওভালে শার্দূলের জায়গায় ফুল টাইম পেসার হিসেবে নেওয়া হোক উমেশ যাদবকে। সবুজ উইকেটে উমেশের উপস্থিতিই ভারতের জন্য লাভজনক হবে। তাই এক্ষেত্রে শেষমেশ কাকে রাখা হয়, সেটাই দেখার।

মহম্মদ সিরাজ: বুমরাহর অনুপস্থিতিতে আরেক পেসার হিসেবে নিশ্চিত নাম সিরাজ। অতীতেও বিদেশের মাটিতে নজির গড়েছিলেন তিনি। আইপিএলেও তাঁকে ছন্দে দেখা গিয়েছে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে