Advertisement
Advertisement
Yashasvi Jaiswal

ক্ষীণ দৃষ্টিশক্তির খুদে ভক্তকে সই করা ব্যাট উপহার, যশস্বীর বড় মনের পরিচয়ে মুগ্ধ সমর্থকরা

খুদে ভক্ত বলল, 'আপনি ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকা।'

Yashasvi Jaiswal gifts signed bat to visually impaired child fan Ravi
Published by: Arpan Das
  • Posted:July 6, 2025 3:15 pm
  • Updated:July 6, 2025 3:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও ব্যাট হাতে ভারতকে জেতান, আবার কখনও খুদে ভক্তকে ভালোবাসাতে ভরিয়ে দেন। এজবাস্টন টেস্টের তৃতীয় দিনের শুরুতে যশস্বী যা করলেন, তাতে দেখে মুগ্ধ ক্রিকেট সমর্থকরা। ক্যাচ ফেলার জন্য সমালোচিত হলেও, যশস্বীর বড় মনের প্রশংসাও করলেন নেটিজেনরা।

Advertisement

এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে করেছিলেন ৮৭। দ্বিতীয় ইনিংসে তিনি ২৮ রানে থেমে যান। তবে অভিষেকের পর থেকেই দলকে ভরসা জুগিয়ে এসেছেন। প্রচুর ভক্তও তৈরি হয়েছে। সেরকমই একজন হল রবি। বয়স মাত্র ১২। তার দৃষ্টিশক্তি ক্ষীণ। তাতে কী? যেখানে ভালোবাসার বন্ধন, সেখানে কোনও বাধাই থাকে না।

ছোট্ট রবিকে একটি সই করা ব্যাট উপহার দেন যশস্বী। তাতে লেখা, ‘রবির জন্য অনেক ভালোবাসা ও শুভেচ্ছা।’ তারপর দুজনে আড্ডাতেও মেতে ওঠে। যশস্বী বলেন, “তোমার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে ছিলাম। কারণ তুমি ক্রিকেটের বড় ভক্ত। তোমার জন্য একটা উপহার আছে। আমি চাই, এই ব্যাটটা তুমি স্মৃতি হিসেবে রেখে দাও। তোমার সঙ্গে দেখা করে খুব ভালো লাগল।”

রবিও বলে, “আপনার সঙ্গেও আলাপ হয়ে ভালো লাগল। অনেক ধন্যবাদ। আপনি খুব ভালো ক্রিকেটার। আমার মতে, আপনি ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকা। আমি ক্রিকেট খুব ভালোবাসি। তোমার সেঞ্চুরি ভালো লাগে। নিজের দিনে তুমি অনেক রান করতে পারো।” শুধু ব্যাট হাতে ভারতকে সাফল্যের সরণিতে নিয়ে যাওয়া নয়, যশস্বীর বড় মনের পরিচয় পেয়ে মুগ্ধ ভক্তরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement