Advertisement
Advertisement
Yashasvi Jaiswal

যশস্বী ভব… চোট নিয়েও অনবদ্য সেঞ্চুরি জয়সওয়ালের

১৪৪ বলে সেঞ্চুরি করেন যশস্বী।

yashasvi jaiswal made century in first test against England

ছবি: দেবাশিস সেন

Published by: Arpan Das
  • Posted:June 20, 2025 8:03 pm
  • Updated:June 20, 2025 8:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে দাপট! ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্টে যেটা ইংরেজদের শেখালেন যশস্বী জয়সওয়াল। ১৪৪ বলে সেঞ্চুরি করলেন তিনি। ব্রাইডন কার্সের বল হাতে লাগলেও অকুতোভয়। তাঁকে থামায় সাধ্যি কার? শুরু থেকেই দাপটের সঙ্গে খেলছিলেন। আর সিঙ্গল নিয়ে সেঞ্চুরি করতেই আকাশে লাফিয়ে উঠলেন। কে বলবে, হাতে চোট নিয়েও নব্বইয়ের কোঠায় দাঁড়িয়ে দুটি চার হাঁকালেন। 

Advertisement

টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান বেন স্টোকস। প্রথম সেশনে যথেষ্ট অঙ্ক কষে নেমেছিলেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল। কোনও ইংরেজ বোলারই তাঁদের পরাস্ত করতে পারছিলেন না। প্রথম দিকটায় দু’জনেই সামলে শুরু করলেও ধীরে ধীরে যেন আড়মোড়া ভেঙে ব্যাট করতে শুরু করেন। বিশেষ করে যশস্বী। ইংল্যান্ড বোলিংকে কার্যত নিরস্ত্র করে দেন তিনি। রাহুল ৪২ রানে আউট হলেও বাঁহাতি ব্যাটারের দাপট থামেনি। এর মধ্যে যখন তিনি ৯০ রানে, তখন ব্রাইডেন কার্সের বল সোজা এসে হাতে লাগে। কিন্তু তাতে দমে যাওয়ার পাত্র নন যশস্বী।

মাঠে ফিজিও ঢুকে শুশ্রূষা করেন। চোট যে যথেষ্ট জোরালো, তা বোঝাই যাচ্ছিল। কিন্তু তারপর দুটি চার হাঁকান। একেবারে ৯৯ রানে। সেখান থেকে একটা শর্ট রান। ইংল্যান্ডের মাঠে প্রথম টেস্টেই সেঞ্চুরি করলেন তিনি। তবে চা-পানের বিরতির পরই আউট হয়ে যান যশস্বী। ১৫৮ বলে করেন ১০১ রান। মারেন ১৬টি চার ও একটি ছক্কা। শুভমান গিল এখনও অপরাজিত আছেন। তিনিও এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির দিকে। সঙ্গী ঋষভ পন্থ। ভারতও ক্রমশ বড় রানের দিকে এগিয়ে যাচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement