Advertisement
Advertisement

Breaking News

Yuvraj Singh

বিজেপির টিকিটে লোকসভা ভোটে লড়বেন? মুখ খুললেন যুবরাজ সিং

পাঞ্জাবের গুরুদাসপুর থেকে প্রার্থী হতে পারেন যুবরাজ, জল্পনা রাজনৈতিক মহলে।

Yuvraj Singh denies talks of fighting polls from Gurdaspur on BJP ticket
Published by: Subhajit Mandal
  • Posted:March 2, 2024 6:12 pm
  • Updated:March 2, 2024 6:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবরাজ সিং (Yuvraj Singh) কি এবার সক্রিয় রাজনীতিতে? বিজেপিতে যোগ দিয়ে লোকসভা নির্বাচনে (Lok Sabha 2024) লড়বেন? গত কয়েক দিন ধরেই নানারকম জল্পনা, গুজব শোনা যাচ্ছিল সোশাল মিডিয়ায়। সেই সব গুজব এবার নিজেই উড়িয়ে দিলেন যুবি। সোশাল মিডিয়ায় স্পষ্ট করে জানিয়ে দিলেন, লোকসভা ভোটে তিনি প্রার্থী হচ্ছেন না। যা যা খবর রটেছে, সব গুজব।

টিম ইন্ডিয়ার বিশ্বজয়ী তারকা জানিয়ে দিলেন, “সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, সেসব গুজব। আমি গুরুদাসপুর থেকে নির্বাচনে লড়ছি না। আমার লক্ষ্য হল সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে সাহায্য করা। সেটা আমি আমার ফাউন্ডেশন ‘ইউউইক্যান’-এর মাধ্যমে করে থাকি। সেটাই আগামী দিনে করতে চাই।”

Advertisement

[আরও পড়ুন: সাংসদ পদে ইস্তফা! বিজেপি ছাড়ছেন গম্ভীর? প্রাক্তন ক্রিকেটারের পোস্টে জল্পনা]

গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে জল্পনা ছিল, যুবরাজ সিং বিজেপিতে যোগ দিতে পারেন। পাঞ্জাবের দুই প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু এবং হরভজন সিং সক্রিয়ভাবে এবং সফলভাবে রাজনীতি করছেন। সিধু এখন কংগ্রেসে। আর হরভজন আপে। কিন্তু শোনা যাচ্ছিল যুবরাজ যোগ দেবেন বিজেপিতে। কিছুদিন আগে নিজের মা শবনম সিংকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করির সঙ্গে দেখাও করেন যুবি। তাতে জল্পনা আরও বাড়ে।

Advertisement

[আরও পড়ুন: লোকসভা ভোটের আগে চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি, বিজ্ঞপ্তি নবান্নের]

শোনা যায়, লোকসভা নির্বাচনে পাঞ্জাবের গুরুদাসপুর থেকে প্রার্থী হতে পারেন যুবরাজ। ওই কেন্দ্র থেকে ২০১৯-এ সাংসদ হয়েছিলেন বলিউড তারকা সানি দেওল। কিন্তু তাঁকে নিয়ে প্রবল বিতর্ক। যুবরাজের হাত ধরে ওই কেন্দ্র থেকে ঘুরে দাঁড়াতে চাইছিল বিজেপি। কিন্তু যুবরাজ নিজেই সেই জল্পনায় ইতি টানলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ