Advertisement
Advertisement
Yuzvendra Chahal

IPL 2022: কেকেআরের বিরুদ্ধে হ্যাটট্রিকের পর মজার সেলিব্রেশন, কেন এমন করলেন চাহাল?

সাত রানে কেকেআরকে হারায় রাজস্থান।

Yuzvendra Chahal Celebrates Hattrick in Unique Style | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 19, 2022 3:18 pm
  • Updated:April 19, 2022 3:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2022) ছুটছে রাজস্থান রয়্যালস। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তারা। সোমবার নাইটদের বিরুদ্ধে প্রায় হারের মুখ থেকে ম্যাচ ছিনিয়ে নেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। হ্যাটট্রিক-সহ পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরাও হন তিনি। তবে এই কীর্তির পাশাপাশি ক্রিকেট ভক্তদের নজর কেড়েছে হ্যাটট্রিকের পরে চাহালের সেলিব্রেশন। কেন এই সেলিব্রেশন? সেই সম্পর্কে নিজেই মুখ খুলেছেন তারকা লেগস্পিনার।

প্রথমে ব্যাট করে ২১৭ রান তোলে রাজস্থান রয়্যালস। রান তাড়া করতে নেমে প্রথম বলেই সুনীল নারিনের উইকেট হারালেও অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং অ্যারন ফিঞ্চ জুটি বেঁধে ১০৯ রান তুলে ফেলেন। শেষ চার ওভারে জেতার জন্য মাত্র ৪০ রান দরকার ছিল নাইটদের। ১৭ তম ওভারে বল করতে আসেন চাহাল। পরপর তিন বলে তিনি ফিরিয়ে দেন শ্রেয়স আইয়ার, শিবম মাভি এবং প্যাট কামিন্সকে। প্রসঙ্গত, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হ্যাটট্রিকের সুযোগ আগে পেয়েছিলেন তিনি। কিন্তু ক্যাচ পড়ে যাওয়ায় আর হ্যাটট্রিক হয়নি।

Advertisement

[আরও পড়ুন: দিল্লির জাহাঙ্গিরপুরী হিংসায় জড়িত থাকার অভিযোগ, ধৃত বাংলার একাধিক যুবক

কেকেআরের বিরুদ্ধে হ্যাটট্রিক (Hattrick) হতেই উচ্ছ্বাস প্রকাশ করেন চাহাল। হাত মুঠো করে দৌড় শুরু করেন তিনি। তাঁর সঙ্গে যোগ দেন রাজস্থানের বাকি খেলোয়াড়রা। দৌড়তে দৌড়তে হঠাৎই স্লাইড করে মাঠে বসে পড়েন তিনি। তারপরে কনুইয়ের উপর ভর দিয়ে আয়েশ করার ভঙ্গিতে কিছুক্ষণ আধশোয়া হয়ে থাকেন তিনি। এই সেলিব্রেশন নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে চর্চা শুরু হয়। 

Advertisement

কেন এই সেলিব্রেশন? হ্যাটট্রিকের নায়ক চাহাল জানিয়েছেন, “২০১৯ সালের বিশ্বকাপের সময়ে আমার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আমি সেই ম্যাচে খেলিনি। মাঠের ধারে বসে খেলা দেখছিলাম। আমার খুব প্রিয় মিম ওই ছবিটা। তাই মনে হল ওইভাবে সেলিব্রেট করি।” চাহাল আরও জানিয়েছেন, “যখনই আমি পাঁচ উইকেট পাব, তখনই এইভাবে সেলিব্রেট করব।” ১৭ উইকেট নিয়ে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীর পার্পল ক্যাপ এখন চাহালের মাথায়।

চাহালের স্ত্রীকে দেখা যায়, হ্যাটট্রিক দেখে লাফিয়ে উঠছেন তিনি। ম্যাচের শেষে দেখা যায় চাহালের স্ত্রী ধনশ্রী একটি সাক্ষাৎকার নিচ্ছেন ম্যাচের নায়কের। ধনশ্রী জিজ্ঞাসা করেন, জৈব সুরক্ষা বলয়ের বাইরে তিনি থাকায় কেমন লাগছে চাহালের? একই সঙ্গে চাহালের কাছ থেকে জানতে চান আইপিএলে প্রথম হ্যাটট্রিক করে কেমন লাগছে? এই প্রশ্নের জবাবে চাহাল কিছু না বললেও তাঁর হাসি অনেককিছু বলে দিচ্ছিল। ওই হাসি দিয়েই বুঝিয়ে দিয়েছেন নিজের পারফরম্যান্সে খুশি তিনি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rajasthan Royals (@rajasthanroyals)

[আরও পড়ুন: লোডশেডিংয়ের অন্ধকারে ডুবে পাকিস্তান, জ্বালানির অভাবে থমকে বিদ্যুৎ উৎপাদন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ